শ্রীনগর, 21 অগস্ট: জম্মু-কাশ্মীরের পুঞ্চের বালাকোট সেক্টর দিয়ে পাক জঙ্গিদের এদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে ওই পুলিশের সঙ্গে ওই সেক্টরে যৌথ অভিযান চালিয়ে সোমবার সকালে ওই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় সেনা ৷ জানা গিয়েছে, বিভিন্ন গোয়ান্দা বার্তা মারফৎ ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি জানতে পেরেছিল পুঞ্চের বালাকোট সেক্টর দিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার পরিকল্পনা করেছিল ওপারের জঙ্গিরা ৷ সেই মতো অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা বাহিনী ৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ৷
সেই মতো ওই এলাকায় নজরদারি বাড়ানো হয় ও বেশকিছু এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় ৷ সোমবার সকালে দুই জঙ্গি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে গুলি চালায় ভারতীয় জওয়ানরা ৷ শুরু হয়ে যায় দু'পক্ষের গুলির লড়াই ৷ বালাকোট সেক্টরের হামিরপুর এলাকায় এই সংঘর্ষ হয় ৷ খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশায় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালায় ওই জঙ্গিরা ৷
জানা গিয়েছে, এদিন ওই জঙ্গিরা যখন অনুপ্রবেশের চেষ্টা চালায় তখন তাদের বাধা দেয় আগে থেকে ওই এলাকায় ঘাঁটি গেড়ে থাকা ভারতীয় সেনা ৷ দুই জঙ্গিকে তাঁরা দেখতে পান ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে ওই দুই জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয় ৷ তবে কিছুদূর যাওয়ার পর সীমান্তের ওপারে দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় বলে খবর ৷ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় ৷
আরও পড়ুন: এসপি নেতাকে জুতো ছুড়ে মারল যুবক, হনুমানগড়ির পুরোহিতের দাবি 'এবার অখিলেশের নম্বর'
জানা গিয়েছে সীমান্ত সংলগ্ন ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একে 47 রাইফেল, 2টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি ও 2টি গ্রেনেড উদ্ধার হয়েছে ৷ পাওয়া গিয়েছে পাকিস্তানে তৈরি ওষুধ ৷ রক্তের দাগও মিলেছে ৷ মনে করা হচ্ছে গুলিবিদ্ধ হলেও সীমান্তের ওপাড়ে চলে যেতে সক্ষম হয় ওই দুই জঙ্গি ৷ তবে কিছুটা গিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই জঙ্গির ৷