আমেদাবাদ, 3 অগস্ট : স্বাধীনতা লাভের সময় থেকেই সস্তা রেশন ব্যবস্থার (Ration Delivery System) সুযোগ ও বাজেট বেড়েছে ৷ তবে খারাপ বণ্টন ব্যবস্থা ও স্বার্থপর কয়েকজনের জন্য তার সুবিধে খুব সীমিত আকারে পৌঁছেছে গরিবদের কাছে ৷ মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)৷
গুজরাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PM-GKAY) সুবিধেভোগীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের পর প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে খাদ্যের ঘাটতি বেড়ে চলেছে এবং অনাহার ও অপুষ্টির হার এখনও কমেনি ৷ PM-GKAY খাদ্য নিরাপত্তা প্রকল্প করোনাকালে লক্ষ লক্ষ দুস্থ মানুষকে সাহায্য করেছে বলে দাবি করেন তিনি ৷ মোদি জানান, করোনা পরিস্থিতিতে এই প্রকল্প লক্ষ লক্ষ গরিবের কষ্ট কমিয়েছে ৷ খাদ্যশস্য বণ্টন ব্যবস্থাকে আরও বেশি কার্যকর করে তুলতে তাঁর সরকার নয়া প্রযুক্তির সাহায্য নিচ্ছে বলেও জানান নমো ৷
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুন’, টুইটে অমিতকে তুলোধনা অভিষেকের
তিনি বলেন, "স্বাধীনতার পর প্রায় সব সরকার গরিবদের সস্তায় খাবার দেওয়ার কথা বলেছে ৷ বছরের পর বছর ধরে বেড়েছে সস্তা রেশন প্রকল্পের সুযোগ ও বাজেট ৷ তবে গরিবরা সেই মতো সুবিধে পাননি ৷ দেশের খাদ্য সংরক্ষণ বেড়েছে, কিন্তু অনাহার ও অপুষ্টির হার হ্রাস পায়নি ৷"
আরও পড়ুন : জাগোবাংলায় কলম ধরলেন অজন্তা, অনিলকন্যার অবস্থান ঘিরে কৌতূহল
এর কারণ হিসেবে মোদি বলেছেন, "এই ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা চলে এসেছে ৷ কয়েকজন স্বার্থপর চলে এসেছে ৷ 2014 সালের পর এই অবস্থার পরিবর্তন ঘটাতে নতুন পদ্ধতিতে কাজ শুরু হয় ৷ নয়া প্রযুক্তি কোটি কোটি ভুয়ো সুবিধেভোগীকে সরিয়ে দেয় ৷ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডকে সংযুক্ত করা হয় ৷ সরকারি ন্যায্যমূল্যের দোকানে ডিজিটাল প্রযুক্তিকে উৎসাহ দেওয়া হয় ৷"
আরও পড়ুন: সিপিএম কূপমণ্ডুক, এবার তৃণমূলের মুখপত্রে অজন্তার সমর্থনে ক্ষিতি-কন্যার কলম
গরিবদের ক্ষমতায়নই কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, "আজ দেশ পরিকাঠামোতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে ৷ তবে তার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও নয়া মাইলফলক গড়েছে সরকার ৷ অতিমারির পরিস্থিতিতে সর্বতোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ৷"