ETV Bharat / bharat

Sheena Bora Murder Case : শিনা বোরা এখন কাশ্মীরে, সিবিআইকে চিঠিতে জানালেন ইন্দ্রাণী - Indrani Mukherjea writes to CBI about daughter Sheena Bora

2015 সালে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় সিবিআইকে চিঠি লিখে জানাল শিনা বোরা এখনও বেঁচে রয়েছে এবং সে কাশ্মীরে আছে (Indrani Mukerjea claims Sheena Bora is alive in Kashmir in a letter to CBI) ৷

Sheena Bora Murder Case
শিনা বোরা প্রসঙ্গে ইন্দ্রাণী মুখোপাধ্যায়
author img

By

Published : Dec 16, 2021, 1:13 PM IST

Updated : Dec 16, 2021, 2:39 PM IST

মুম্বই, 16 ডিসেম্বর : শিনা বোরা এখনও বেঁচে রয়েছেন ৷ হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সিবিআই-কে (Central Bureau of Investigation, CBI) দেওয়া একটি চিঠিতে এমনটাই দাবি করেছে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea) ৷

চিঠিতে সে জানিয়েছে, সম্প্রতি জেলে ইন্দ্রাণীর সঙ্গে এক মহিলার আলাপ হয় ৷ সেই তাকে শিনা বোরার বেঁচে থাকার বিষয়টি জানায় ৷ কাশ্মীরে সেই মহিলার সঙ্গে শিনা বোরার দেখা হয়েছে ৷ তাই সিবিআই যেন কাশ্মীরে শিনা বোরাকে খুঁজে বের করে (Indrani Mukerjea claims Sheena Bora is alive in Kashmir in a letter to CBI) ৷

এছাড়া ইন্দ্রাণী স্পেশ্যাল সিবিআই আদালতে (Special CBI Court) একটি আবেদন করেছে ৷ খুব শিগগিরি তার শুনানি হওয়ার কথা ৷ 2015 সালে শিনা বোরা খুনের ঘটনায় গ্রেফতার হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ সে এখন মুম্বইয়ের বাইকুলা জেলে (Byculla jail in Mumbai) ৷ গত মাসে বোম্বে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ তাই এবার আইনজীবী সানা খানের (Sana Khan) সাহায্যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে অভিযুক্ত ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সংক্রমিত বাইকুলা জেলের আরও 38 বন্দি

শিনা বোরা খুনের (Latest news on Sheena Bora Indrani Mukherjea) ঘটনা সামনে আসে 2015 সালে ৷ ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়িচালক শ্যামভার রাইকে (Shyamvar Rai) বন্দুক সমেত হাতেনাতে ধরে পুলিশ ৷ পুলিশি জেরায় সে জানায়, 2012 সালে শিনা বোরাকে হত্যা করেছে ইন্দ্রাণী ৷ শিনাকে নিজের বোন হিসেবে পরিচয় দিত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ এমনকি তার দ্বিতীয় স্বামী পিটার মুখোপাধ্যায়কেও (Peter Mukerjea) এ কথাই জানিয়েছিল ৷

এরপর তদন্তে উঠে আসে, শিনা ইন্দ্রাণীর প্রথম বিয়ের দুই সন্তানের অন্যতম (Indrani Mukherjea writes to CBI about daughter Sheena Bora) ৷ তদন্তকারীরা অভিযোগ করে, ইন্দ্রাণী শিনাকে মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর কাছাকাছি রাইগড়ে (Raigad) নিয়ে যায় ৷ সেখানেই ফেলে রেখে আসে শিনার মৃতদেহ ৷ এমনকি তদন্তকারী সংস্থা এও দাবি করেছে যে, তারা শিনার মৃতদেহের অংশ পেয়েছে ৷ যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে ইন্দ্রাণী ৷ 2012-র পর থেকে শিনার খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

আরও পড়ুন : পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের

মুম্বই, 16 ডিসেম্বর : শিনা বোরা এখনও বেঁচে রয়েছেন ৷ হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সিবিআই-কে (Central Bureau of Investigation, CBI) দেওয়া একটি চিঠিতে এমনটাই দাবি করেছে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea) ৷

চিঠিতে সে জানিয়েছে, সম্প্রতি জেলে ইন্দ্রাণীর সঙ্গে এক মহিলার আলাপ হয় ৷ সেই তাকে শিনা বোরার বেঁচে থাকার বিষয়টি জানায় ৷ কাশ্মীরে সেই মহিলার সঙ্গে শিনা বোরার দেখা হয়েছে ৷ তাই সিবিআই যেন কাশ্মীরে শিনা বোরাকে খুঁজে বের করে (Indrani Mukerjea claims Sheena Bora is alive in Kashmir in a letter to CBI) ৷

এছাড়া ইন্দ্রাণী স্পেশ্যাল সিবিআই আদালতে (Special CBI Court) একটি আবেদন করেছে ৷ খুব শিগগিরি তার শুনানি হওয়ার কথা ৷ 2015 সালে শিনা বোরা খুনের ঘটনায় গ্রেফতার হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ সে এখন মুম্বইয়ের বাইকুলা জেলে (Byculla jail in Mumbai) ৷ গত মাসে বোম্বে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ তাই এবার আইনজীবী সানা খানের (Sana Khan) সাহায্যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে অভিযুক্ত ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সংক্রমিত বাইকুলা জেলের আরও 38 বন্দি

শিনা বোরা খুনের (Latest news on Sheena Bora Indrani Mukherjea) ঘটনা সামনে আসে 2015 সালে ৷ ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়িচালক শ্যামভার রাইকে (Shyamvar Rai) বন্দুক সমেত হাতেনাতে ধরে পুলিশ ৷ পুলিশি জেরায় সে জানায়, 2012 সালে শিনা বোরাকে হত্যা করেছে ইন্দ্রাণী ৷ শিনাকে নিজের বোন হিসেবে পরিচয় দিত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ এমনকি তার দ্বিতীয় স্বামী পিটার মুখোপাধ্যায়কেও (Peter Mukerjea) এ কথাই জানিয়েছিল ৷

এরপর তদন্তে উঠে আসে, শিনা ইন্দ্রাণীর প্রথম বিয়ের দুই সন্তানের অন্যতম (Indrani Mukherjea writes to CBI about daughter Sheena Bora) ৷ তদন্তকারীরা অভিযোগ করে, ইন্দ্রাণী শিনাকে মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর কাছাকাছি রাইগড়ে (Raigad) নিয়ে যায় ৷ সেখানেই ফেলে রেখে আসে শিনার মৃতদেহ ৷ এমনকি তদন্তকারী সংস্থা এও দাবি করেছে যে, তারা শিনার মৃতদেহের অংশ পেয়েছে ৷ যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে ইন্দ্রাণী ৷ 2012-র পর থেকে শিনার খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

আরও পড়ুন : পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের

Last Updated : Dec 16, 2021, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.