ETV Bharat / bharat

Indigenous Firefighting Bots: আগুন মোকাবিলায় ভরসা ভারতীয় প্রযুক্তি, উদ্যোগ নৌসেনার

যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপন (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চলতি বছরই হবে লক্ষ্যপূরণ ৷

author img

By

Published : Feb 18, 2023, 10:47 PM IST

Indigenous Firefighting Bots to deploy on INS Vikrant and INS Vikramaditya by Indian Navy
প্রতীকী ছবি

বেঙ্গালুরু, 18 ফেব্রুয়ারি: ভারতীয় প্রতিরক্ষা বিভাগে 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) পরিকল্পনাকে বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় নৌবাহিনী ৷ তারা স্থির করেছে, শীঘ্রই যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট রাখা হবে (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) ৷ এই বট হল আদতে এক ধরনের অত্যাধুনিক যন্ত্র, যা অগ্নিনির্বাপনে সক্ষম ৷

ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে এই প্রসঙ্গে জানান, "ভারতীয় প্রযুক্তি প্রয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নৌসেনা, তা যে বাস্তবায়িত হবেই, সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ৷ এই বিষয়ে সম্পাদিত দু'টি চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়ার পথে ৷ যার মধ্য়ে একটির মাধ্যমে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য়ে অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপিত করা হবে ৷" এয়ারো ইন্ডিয়া 2023 চলাকালীন সংবাদ সংস্থা এএনআইকে একথা জানান ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ৷

আরও পড়ুন: নৌসেনার শক্তি বাড়ল, আইএনএস বিক্রান্তে সফল অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের

ভাইস অ্যাডমিরাল এসএন ঘোরমাড়ে আরও জানিয়েছেন, ভারতীয় নৌসেনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে লাগাতার কাজ করে চলেছেন তাঁরা ৷ যার মধ্য়ে অন্যতম হল, নীল-সবুজ লেসার ব্যবস্থাপনা ৷ যা কাজে লাগিয়ে সহজেই জলের নীচে থাকা কোনও ডুবোজাহাজ বা অন্য যেকোনও বস্তু এবং তার অবস্থান চিহ্নিত করা যাবে ৷ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ের দাবি, নৌসেনায় ভারতীয় প্রযুক্তির অন্তর্ভুক্তি আগামী দিনে বিরাট সাফল্য নিয়ে আসবে ৷

এই প্রসঙ্গে নৌবাহিনীর উপপ্রধান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী 75টি চ্য়ালেঞ্জ শুরু করেছেন ৷ আমরা সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর ৷ আমাদের মনে হয়েছিল, যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের আলাদাভাবে ভাবনা-চিন্তা করতে হবে ৷ আমরা সমস্ত বিষয়টিকেই খুব সোজা-সাপটা রেখেছিলাম ৷ যাতে আমরা এগিয়ে যেতে পারি ৷ আমাদের বিশ্বাস, আগামী 15 অগস্টের আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ৷ যেমনটা আমরা আমাদের প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তেমনটাই হবে ৷"

বেঙ্গালুরু, 18 ফেব্রুয়ারি: ভারতীয় প্রতিরক্ষা বিভাগে 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) পরিকল্পনাকে বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় নৌবাহিনী ৷ তারা স্থির করেছে, শীঘ্রই যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট রাখা হবে (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) ৷ এই বট হল আদতে এক ধরনের অত্যাধুনিক যন্ত্র, যা অগ্নিনির্বাপনে সক্ষম ৷

ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে এই প্রসঙ্গে জানান, "ভারতীয় প্রযুক্তি প্রয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নৌসেনা, তা যে বাস্তবায়িত হবেই, সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ৷ এই বিষয়ে সম্পাদিত দু'টি চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়ার পথে ৷ যার মধ্য়ে একটির মাধ্যমে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য়ে অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপিত করা হবে ৷" এয়ারো ইন্ডিয়া 2023 চলাকালীন সংবাদ সংস্থা এএনআইকে একথা জানান ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ৷

আরও পড়ুন: নৌসেনার শক্তি বাড়ল, আইএনএস বিক্রান্তে সফল অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের

ভাইস অ্যাডমিরাল এসএন ঘোরমাড়ে আরও জানিয়েছেন, ভারতীয় নৌসেনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে লাগাতার কাজ করে চলেছেন তাঁরা ৷ যার মধ্য়ে অন্যতম হল, নীল-সবুজ লেসার ব্যবস্থাপনা ৷ যা কাজে লাগিয়ে সহজেই জলের নীচে থাকা কোনও ডুবোজাহাজ বা অন্য যেকোনও বস্তু এবং তার অবস্থান চিহ্নিত করা যাবে ৷ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ের দাবি, নৌসেনায় ভারতীয় প্রযুক্তির অন্তর্ভুক্তি আগামী দিনে বিরাট সাফল্য নিয়ে আসবে ৷

এই প্রসঙ্গে নৌবাহিনীর উপপ্রধান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী 75টি চ্য়ালেঞ্জ শুরু করেছেন ৷ আমরা সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর ৷ আমাদের মনে হয়েছিল, যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের আলাদাভাবে ভাবনা-চিন্তা করতে হবে ৷ আমরা সমস্ত বিষয়টিকেই খুব সোজা-সাপটা রেখেছিলাম ৷ যাতে আমরা এগিয়ে যেতে পারি ৷ আমাদের বিশ্বাস, আগামী 15 অগস্টের আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ৷ যেমনটা আমরা আমাদের প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তেমনটাই হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.