ETV Bharat / bharat

Indigenous Firefighting Bots: আগুন মোকাবিলায় ভরসা ভারতীয় প্রযুক্তি, উদ্যোগ নৌসেনার - আইএনএস বিক্রান্ত

যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপন (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চলতি বছরই হবে লক্ষ্যপূরণ ৷

Indigenous Firefighting Bots to deploy on INS Vikrant and INS Vikramaditya by Indian Navy
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 18, 2023, 10:47 PM IST

বেঙ্গালুরু, 18 ফেব্রুয়ারি: ভারতীয় প্রতিরক্ষা বিভাগে 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) পরিকল্পনাকে বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় নৌবাহিনী ৷ তারা স্থির করেছে, শীঘ্রই যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট রাখা হবে (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) ৷ এই বট হল আদতে এক ধরনের অত্যাধুনিক যন্ত্র, যা অগ্নিনির্বাপনে সক্ষম ৷

ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে এই প্রসঙ্গে জানান, "ভারতীয় প্রযুক্তি প্রয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নৌসেনা, তা যে বাস্তবায়িত হবেই, সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ৷ এই বিষয়ে সম্পাদিত দু'টি চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়ার পথে ৷ যার মধ্য়ে একটির মাধ্যমে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য়ে অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপিত করা হবে ৷" এয়ারো ইন্ডিয়া 2023 চলাকালীন সংবাদ সংস্থা এএনআইকে একথা জানান ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ৷

আরও পড়ুন: নৌসেনার শক্তি বাড়ল, আইএনএস বিক্রান্তে সফল অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের

ভাইস অ্যাডমিরাল এসএন ঘোরমাড়ে আরও জানিয়েছেন, ভারতীয় নৌসেনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে লাগাতার কাজ করে চলেছেন তাঁরা ৷ যার মধ্য়ে অন্যতম হল, নীল-সবুজ লেসার ব্যবস্থাপনা ৷ যা কাজে লাগিয়ে সহজেই জলের নীচে থাকা কোনও ডুবোজাহাজ বা অন্য যেকোনও বস্তু এবং তার অবস্থান চিহ্নিত করা যাবে ৷ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ের দাবি, নৌসেনায় ভারতীয় প্রযুক্তির অন্তর্ভুক্তি আগামী দিনে বিরাট সাফল্য নিয়ে আসবে ৷

এই প্রসঙ্গে নৌবাহিনীর উপপ্রধান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী 75টি চ্য়ালেঞ্জ শুরু করেছেন ৷ আমরা সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর ৷ আমাদের মনে হয়েছিল, যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের আলাদাভাবে ভাবনা-চিন্তা করতে হবে ৷ আমরা সমস্ত বিষয়টিকেই খুব সোজা-সাপটা রেখেছিলাম ৷ যাতে আমরা এগিয়ে যেতে পারি ৷ আমাদের বিশ্বাস, আগামী 15 অগস্টের আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ৷ যেমনটা আমরা আমাদের প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তেমনটাই হবে ৷"

বেঙ্গালুরু, 18 ফেব্রুয়ারি: ভারতীয় প্রতিরক্ষা বিভাগে 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) পরিকল্পনাকে বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় নৌবাহিনী ৷ তারা স্থির করেছে, শীঘ্রই যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিনির্বাপক বট রাখা হবে (Indigenous Firefighting Bots on INS Vikrant and INS Vikramaditya) ৷ এই বট হল আদতে এক ধরনের অত্যাধুনিক যন্ত্র, যা অগ্নিনির্বাপনে সক্ষম ৷

ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে এই প্রসঙ্গে জানান, "ভারতীয় প্রযুক্তি প্রয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নৌসেনা, তা যে বাস্তবায়িত হবেই, সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ৷ এই বিষয়ে সম্পাদিত দু'টি চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়ার পথে ৷ যার মধ্য়ে একটির মাধ্যমে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য়ে অগ্নিনির্বাপক বট প্রতিস্থাপিত করা হবে ৷" এয়ারো ইন্ডিয়া 2023 চলাকালীন সংবাদ সংস্থা এএনআইকে একথা জানান ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ৷

আরও পড়ুন: নৌসেনার শক্তি বাড়ল, আইএনএস বিক্রান্তে সফল অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের

ভাইস অ্যাডমিরাল এসএন ঘোরমাড়ে আরও জানিয়েছেন, ভারতীয় নৌসেনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে লাগাতার কাজ করে চলেছেন তাঁরা ৷ যার মধ্য়ে অন্যতম হল, নীল-সবুজ লেসার ব্যবস্থাপনা ৷ যা কাজে লাগিয়ে সহজেই জলের নীচে থাকা কোনও ডুবোজাহাজ বা অন্য যেকোনও বস্তু এবং তার অবস্থান চিহ্নিত করা যাবে ৷ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ের দাবি, নৌসেনায় ভারতীয় প্রযুক্তির অন্তর্ভুক্তি আগামী দিনে বিরাট সাফল্য নিয়ে আসবে ৷

এই প্রসঙ্গে নৌবাহিনীর উপপ্রধান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী 75টি চ্য়ালেঞ্জ শুরু করেছেন ৷ আমরা সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর ৷ আমাদের মনে হয়েছিল, যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের আলাদাভাবে ভাবনা-চিন্তা করতে হবে ৷ আমরা সমস্ত বিষয়টিকেই খুব সোজা-সাপটা রেখেছিলাম ৷ যাতে আমরা এগিয়ে যেতে পারি ৷ আমাদের বিশ্বাস, আগামী 15 অগস্টের আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ৷ যেমনটা আমরা আমাদের প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তেমনটাই হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.