ETV Bharat / bharat

ভারতে অক্সিজেনের অভাব "হৃদয়বিদারক", পাশে দাঁড়াতে আহ্বান থুনবার্গের

ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি ৷ দীর্ঘ দিন পর আবারও ভারতের করোনা সংকটে অক্সিজেন-সহ জরুরি ওষুধের অভাবে টুইট করলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
author img

By

Published : Apr 25, 2021, 8:50 AM IST

Updated : Apr 25, 2021, 11:03 AM IST

নয়া দিল্লি, 25 এপ্রিল : কৃষক আন্দোলনের পর দীর্ঘ নীরবতা কাটিয়ে ভারতে অক্সিজেনের অভাবকে "হৃদয়বিদারক" বলে আখ্যা দিলেন আন্তর্জাতিক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ একটি টুইটে তিনি সারা বিশ্বের কাছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানান ৷

#কোভিডইন্ডিয়া দিয়ে একটি টুইটে তিনি লেখেন, "ভারতের সাম্প্রতিক পরিস্থিতি দেখছি, তা হৃদয়বিদারক ৷ সারা দুনিয়ার এখুনি ভারতের যা দরকার, তা পাঠিয়ে তাদের সাহায্য করা উচিত ৷" এই টুইটে তিনি ভারতের এক সংকটজনক পরিস্থিতি নিয়ে একটি বিদেশি সংবাদমাধ্যমের ভিডিয়ো রিপোর্টও ট্যাগ করেন ৷ সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতে একদিনে 3,32,000 জন সংক্রামিত হয়েছেন ৷ সেই ভিডিয়োয় হাসপাতালের বাইরে সার দিয়ে স্ট্রেচারে কোভিড রোগীর পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে ৷

  • Heartbreaking to follow the recent developments in India. The global community must step up and immediately offer the assistance needed. #CovidIndia https://t.co/OaJVTNXa6R

    — Greta Thunberg (@GretaThunberg) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলকে 'মিস্টার বিন' বলে কটাক্ষ সম্বিতের

সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে ভারত ৷ একদিনে 3.46 লক্ষ কোভিড সংক্রমণ হয়েছে ৷ 24 ঘণ্টায় 2,624 জন মারা গিয়েছেন ৷

দিল্লি আর মহারাষ্ট্রে এক দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছেন ৷ গতকালও তিন লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ৷

নয়া দিল্লি, 25 এপ্রিল : কৃষক আন্দোলনের পর দীর্ঘ নীরবতা কাটিয়ে ভারতে অক্সিজেনের অভাবকে "হৃদয়বিদারক" বলে আখ্যা দিলেন আন্তর্জাতিক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ একটি টুইটে তিনি সারা বিশ্বের কাছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানান ৷

#কোভিডইন্ডিয়া দিয়ে একটি টুইটে তিনি লেখেন, "ভারতের সাম্প্রতিক পরিস্থিতি দেখছি, তা হৃদয়বিদারক ৷ সারা দুনিয়ার এখুনি ভারতের যা দরকার, তা পাঠিয়ে তাদের সাহায্য করা উচিত ৷" এই টুইটে তিনি ভারতের এক সংকটজনক পরিস্থিতি নিয়ে একটি বিদেশি সংবাদমাধ্যমের ভিডিয়ো রিপোর্টও ট্যাগ করেন ৷ সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতে একদিনে 3,32,000 জন সংক্রামিত হয়েছেন ৷ সেই ভিডিয়োয় হাসপাতালের বাইরে সার দিয়ে স্ট্রেচারে কোভিড রোগীর পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে ৷

  • Heartbreaking to follow the recent developments in India. The global community must step up and immediately offer the assistance needed. #CovidIndia https://t.co/OaJVTNXa6R

    — Greta Thunberg (@GretaThunberg) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলকে 'মিস্টার বিন' বলে কটাক্ষ সম্বিতের

সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে ভারত ৷ একদিনে 3.46 লক্ষ কোভিড সংক্রমণ হয়েছে ৷ 24 ঘণ্টায় 2,624 জন মারা গিয়েছেন ৷

দিল্লি আর মহারাষ্ট্রে এক দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছেন ৷ গতকালও তিন লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ৷

Last Updated : Apr 25, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.