জেরুরালেম, 13 ডিসেম্বর : 21 বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয় । 2000 সালে লারা দত্তের পর এবছর এই খেতাব জিতলেন হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu) ৷ ইসরায়েলের ইলাতে অনুষ্ঠিত 70তম মিস ইউনিভার্স 2021-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি । 1994-তে প্রথম এই খেতাব ঘরে এনেছিলেন সুস্মিতা সেন ৷
গত বছর এই খেতাব জিতেছিলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা ৷ এবছর তিনিই বিজয়ীর মুকুট পরিয়ে দেন হারনাজকে ৷ 1994 সালে প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন, তার 6 বছর পর মিস ইউনিভার্স হন অভিনেত্রী লারা দত্ত ৷ এবার তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন 21 বছর বয়সী হারনাজ ৷
আরও পড়ুন : মিস ইউনিভার্স জয়ের 27 বছর, আবেগে ভাসলেন সুস্মিতা
দ্বিতীয় স্থানে রয়েছেন প্যারাগুয়ের 22 বছর বয়সী নাদিয়া ফেরেরা ৷ দক্ষিণ আফ্রিকার 24 বছর বয়সী লালেলা মসওয়ান অর্জন করেছেন তৃতীয় স্থানে । এর আগে 2017 সালে ‘টাইমস ফ্রেশ ফেস’ খেতাব জিতেছিলেন সান্ধু ৷ চলতি বছরে জেতেন ‘লিভা মিস ডিভা ইউনিভার্স 2021’ খেতাবও ।
-
The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
চূড়ান্ত প্রশ্নোত্তর রাউন্ডে সান্ধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি চাপের সঙ্গে মোকাবিলা করার বিষয়ে তরুণীদের কী পরামর্শ দেবেন । উত্তরে তিনি জানান, ‘‘নিজের উপর বিশ্বাস করা ৷ অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করা ৷ বিশ্বব্যাপী ঘটছে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত ৷ আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম, সেই কারণেই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি ৷’’ সান্ধু ইতিমধ্যেই ‘ইয়ারা দিয়ান পু বারান’, ‘বাই জি কুত্তাঙ্গে’র মতো পাঞ্জাবি সিনেমায় কাজ করেছেন ।
-
FINAL STATEMENT: India. #MISSUNIVERSE
— Miss Universe (@MissUniverse) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 70th MISS UNIVERSE Competition is airing LIVE around the world from Eilat, Israel on @foxtv pic.twitter.com/wwyMhsAyvd
">FINAL STATEMENT: India. #MISSUNIVERSE
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
The 70th MISS UNIVERSE Competition is airing LIVE around the world from Eilat, Israel on @foxtv pic.twitter.com/wwyMhsAyvdFINAL STATEMENT: India. #MISSUNIVERSE
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
The 70th MISS UNIVERSE Competition is airing LIVE around the world from Eilat, Israel on @foxtv pic.twitter.com/wwyMhsAyvd
মিস ইউনিভার্স 2021-এর বাছাই কমিটিতে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া 2015-এর বিজেতা উর্বশী রাউতেলা, আদামারি লোপেজ, আদ্রিয়ানা লিমা, চেসলি ক্রিস্ট, আইরিস মিত্তেনারে, লরি হার্ভে, মারিয়ান রিভেরা এবং রেনা সোফাররা ৷
-
WHO ARE YOU? #MISSUNIVERSE pic.twitter.com/YUy7x9iTN8
— Miss Universe (@MissUniverse) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">WHO ARE YOU? #MISSUNIVERSE pic.twitter.com/YUy7x9iTN8
— Miss Universe (@MissUniverse) December 13, 2021WHO ARE YOU? #MISSUNIVERSE pic.twitter.com/YUy7x9iTN8
— Miss Universe (@MissUniverse) December 13, 2021