নয়াদিল্লি, 23 অক্টোবর : ভারতে প্রথম আইভিএফ (IVF) পদ্ধতিতে বান্নি প্রজাতির মোষের (Banni buffalo) শাবকের জন্ম হল ৷ এই ঘটনা যুগান্তকারী বলে দাবি গবেষকদের ৷ জানা গেছে, এই মোষের মালিকের নাম বিনয় এল ভালা ৷ পেশায় মোষপালক বিনয় গুজরাতের সোমনাথ জেলার ধনেজের বাসিন্দা ৷ সুশীলা অ্যাগ্রো ফার্মস নামে তাঁর একটি খামার রয়েছে ৷ সেখানেই বান্নি প্রজাতির ছ’টি স্ত্রী মোষের থেকে ডিম্বাণু সংগ্রহ করে আইভিএফ পদ্ধতির মাধ্যমে শাবকের জন্ম দেওয়ার বন্দোবস্ত করা হয় ৷ তারই ফলস্বরূপ এসেছে অভাবনীয় সাফল্য ৷
আরও পড়ুন : প্রত্যক্ষদর্শী, গ্রেফতার হওয়া কৃষকদের ছাড়াতে থানায় গরু
ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, 2020 সালের 15 ডিসেম্বর গুজরাতের কচ্ছ এলাকায় এসে বান্নি প্রজাতির মোষের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার পরদিনই, 2020 সালের 16 ডিসেম্বর বিনয়ের পোষা মোষের উপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয় ৷ যার জেরে এই প্রথমবার ভারতে আইভিএফ পদ্ধতিতে বান্নি প্রজাতির মোষের শাবকের জন্ম দেওয়া সম্ভব হল ৷
সূত্রের খবর, সব মিলিয়ে মোট 18 টি মোষের শরীরে কৃত্রিম উপায়ে নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপিত করা হয়েছিল ৷ তাদের মধ্যে একটি শুক্রবার সকালে শাবকের জন্ম দেয় ৷ এই সাফল্যে গবেষকদের পাশাপাশি খুশি মোষের মালিক বিনয়ও ৷ তিনি জানিয়েছেন, বান্নি এবং মুরাহ প্রজাতির মোষ দিশি মোষের তুলনায় অনেক বেশি দুধ দেয় ৷ আর সেই কারণেই এই দুই প্রজাতির মোষ পোষার সিদ্ধান্ত নেন তিনি ৷
আরও পড়ুন : মোষ দৌড়ে শ্রীনিবাসকেও টেক্কা
যে স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল, তাদের দাবি, এর ফলে আগামী দিনে উচ্চমানের মোষের প্রজাতির বংশবিস্তার সহজ হবে ৷ যার জেরে লাভবান হবেন দুগ্ধজাত শিল্পের সঙ্গে জড়িত মোষপালক ও ব্যবসায়ীরা ৷ উল্লেখ্য, মোষের আগে একইভাবে আইভিএফ পদ্ধতিকে উচ্চমানের গরুর শাবকেরও জন্ম দেওয়ার অভিজ্ঞতা আছে এই স্বেচ্ছাসেবী সংস্থার ৷ তাদের এক আধিকারিকের দাবি, প্রাকৃতিক উপায়ে একটি গরু সারা জীবনে আট থেকে 10 টি শাবকের জন্ম দিতে পারে ৷ আইভিএফ পদ্ধতির মাধ্যমে এই সংখ্যাটাই বেড়ে হয় 50 !