দিল্লি , 27 ডিসেম্বর : দেশে রেকর্ড হারে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় দেশে অনেকটাই কমল সংক্রমণ ৷ আক্রান্ত হয়েছে 18 হাজার 732 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 22 হাজার 272 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 279 জনের ।
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী , দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 1 লাখ 87 হাজার 850 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 622 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 21 হাজার 430 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 97 লাখ 61 হাজার 538 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 78 হাজার 690 জন ৷
কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও 8 লাখ ।
আরও পড়ুন, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, 24 ঘণ্টায় মৃত 251
ছয় মাসের মধ্যে প্রথম 19 হাজারের নিচে নামল কোরোনা সংক্রমণ । 30 জুন দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 18 হাজার 641 । 1 জুলাই তা বেড়ে হয় 19 হাজার 160 । এরপর থেকে ক্রমশ বাড়তে থাকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে সেপ্টেম্বরের পর থেকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে নামতে থাকে । নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে 20 থেকে 40 হাজারের মধ্যেই থাকছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে জুন মাসের পর এই প্রথম দেশে দৈনিক 19 হাজারের কম আক্রান্ত হল ।