ETV Bharat / bharat

ভারতের করোনার ভ্যাকসিনেশন নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ জেপি নাড্ডা - প্রধানমন্ত্রী

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি করোনার ভ্যাকসিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ যেখানে মাত্র 9 মাসের সময়কালে দু’টি দেশীয় ভ্যাকসিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জে পি নাড্ডা ৷

indias-covid 19-vaccination-drive-worlds-largest-fastest-says-bjps all india president jp nadda
ভারতের করোনার ভ্যাকসিনেশন বিশ্বের মধ্যে দ্রুত এবং সবচেয়ে বড় : জে পি নাড্ডা
author img

By

Published : Jun 21, 2021, 7:10 PM IST

নয়াদিল্লি, 21 জুন : ভারতে করোনার ভ্যাকসিনেশন অভিযান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং দ্রুত ৷ আজ এমনটাই দাবি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ প্রসঙ্গত, আজ থেকে নয়া নিয়মে কেন্দ্রের আওতায় গোটা দেশে 18 বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ প্রসঙ্গত, কেন্দ্রের এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া দেখতে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন জেপি নাড্ডা ৷ সেখানেই সংবাদমাধ্যমের সামনে এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷

আজকের ভ্যাকসিনেশন প্রক্রিয়া দেখে উচ্ছ্বসিত নাড্ডা বলেন, ‘‘আমি আজ রামমনোহর লোহিয়া হাসপাতালের ভ্যাকসিনেশন কেন্দ্রে এসেছি ৷ এখানে ভ্যাকসিনেশন প্রক্রিয়া খুবই ভালভাবে চলছে ৷ এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আমরাই সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুত ৷ অর্থাৎ, দেশ জোড়া এই ভ্যাকসিনেশন অভিযান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং দ্রুত ৷ আমরা আমাদের লোকজনদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছি ৷’’ তিনি আরও জানিয়েছেন, বিশ্বের যে সব দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে এবং নিজেরা সেই ভ্যাকসিনের ট্রায়াল করেছে, সেই সব দেশের মধ্যে ভারত সাত নম্বরে রয়েছে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি করোনার ভ্যাকসিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ তিনি বলেন, ‘‘আমি আপনাদের জানাতে চাই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ন’মাসের সময়কালের মধ্যে দেশকে দু’টি দেশীয় ভ্যাকসিন দিয়েছেন ৷ আর বিশ্বের সেই সব দেশগুলির মধ্যে ভারত সাত নম্বরে রয়েছে ৷ যারা নিজেরা ভ্যাকসিন তৈরি করেছে এবং তার ট্রায়াল করিয়েছে ৷’’

আরও পড়ুন : করোনা আবহে এ-বছরও বাতিল অমরনাথ যাত্রা

পাশাপাশি প্রতিটি রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য বুথে বুথে বিজেপি কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাড্ডা ৷ ওই বিজেপি কর্মীরা সাধারণ মানুষকে ভ্যাকসিনেশন কতটা জরুরি তা বোঝাচ্ছেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন নিতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন না হন, তাও সুনিশ্চিত করছেন বিজেপি কর্মীরা ৷ এমনকি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টিও সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ব্লক স্তরে ৷

আরও পড়ুন : করোনার প্রাদুর্ভাবের সময় মোকাবিলায় প্রস্তুত ছিল না বিশ্ব, সাহায্য করেছিল যোগব্যায়াম : মোদি

ভ্যাকসিনেশন নিয়ে বিরোধীদের বিঁধতে ছাড়েননি নাড্ডা ৷ তিনি জানান, করোনার ভ্যাকসিন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর এবং নেতিবাচক মন্তব্য সত্ত্বেও সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে আসছেন এবং ভ্যাকসিন নিচ্ছেন ৷ তাঁর অভিযোগ, ভ্যাকসিন নিয়ে ভীষণরকম রাজনীতি হয়েছে ৷ তিনি বলেন, ‘‘কেউ কেউ বলেছেন ভ্যাকসিনের ট্রায়াল শেষ হয়নি ৷ কেউ আবার বলেছেন, আমাদের গিনিপিগ হিসেবে যেন দেখা না হয় ৷ আবার কেউ বলেছেন, আমরা ইঁদুর নই ৷ দেশের বহু নেতা এই ধরনের মন্তব্য করে ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চেয়েছিলেন ৷’’ তাঁর বিশ্বাস, বিরোধী শিবিরের এই সব নেতিবাচক মন্তব্যকে দূরে সরিয়ে রেখে 130 কোটি ভারতবাসী এগিয়ে আসবেন এবং ভ্যাকসিন নেবেন ৷

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 21 জুলাই আন্তর্জাতিক যোগ দিবসের দিন থেকে 75 শতাংশ ভ্যাকসিন ভারত সরকার সরাসরি উৎপাদনকারী সংস্থার থেকে কিনে রাজ্যগুলিকে বিনামূল্যে সরবরাহ করবে ৷ যাতে দেশের প্রত্যেক নাগরিক বিনামূল্যে করোনার ভ্যাকসিন পান ৷ আর 25 শতাংশ ভ্যাকসিন বেসরকারি হাসাপাতাল এবং ক্লিনিকগুলির জন্য বরাদ্দ করা হয়েছিল ৷ যেখানে ভ্যাকসিনের ক্রয়মূল্যের উপর অতিরিক্ত 150 টাকার বেশি সার্ভিস চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল কেন্দ্র ৷ এই নয়া প্রক্রিয়ায় আজ থেকে দেশের প্রতিটি রাজ্যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ যেখানে রাজ্য সরকারের সাহায্যে 18 বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র ৷

নয়াদিল্লি, 21 জুন : ভারতে করোনার ভ্যাকসিনেশন অভিযান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং দ্রুত ৷ আজ এমনটাই দাবি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ প্রসঙ্গত, আজ থেকে নয়া নিয়মে কেন্দ্রের আওতায় গোটা দেশে 18 বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ প্রসঙ্গত, কেন্দ্রের এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া দেখতে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন জেপি নাড্ডা ৷ সেখানেই সংবাদমাধ্যমের সামনে এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷

আজকের ভ্যাকসিনেশন প্রক্রিয়া দেখে উচ্ছ্বসিত নাড্ডা বলেন, ‘‘আমি আজ রামমনোহর লোহিয়া হাসপাতালের ভ্যাকসিনেশন কেন্দ্রে এসেছি ৷ এখানে ভ্যাকসিনেশন প্রক্রিয়া খুবই ভালভাবে চলছে ৷ এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আমরাই সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুত ৷ অর্থাৎ, দেশ জোড়া এই ভ্যাকসিনেশন অভিযান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং দ্রুত ৷ আমরা আমাদের লোকজনদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছি ৷’’ তিনি আরও জানিয়েছেন, বিশ্বের যে সব দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে এবং নিজেরা সেই ভ্যাকসিনের ট্রায়াল করেছে, সেই সব দেশের মধ্যে ভারত সাত নম্বরে রয়েছে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি করোনার ভ্যাকসিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ তিনি বলেন, ‘‘আমি আপনাদের জানাতে চাই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ন’মাসের সময়কালের মধ্যে দেশকে দু’টি দেশীয় ভ্যাকসিন দিয়েছেন ৷ আর বিশ্বের সেই সব দেশগুলির মধ্যে ভারত সাত নম্বরে রয়েছে ৷ যারা নিজেরা ভ্যাকসিন তৈরি করেছে এবং তার ট্রায়াল করিয়েছে ৷’’

আরও পড়ুন : করোনা আবহে এ-বছরও বাতিল অমরনাথ যাত্রা

পাশাপাশি প্রতিটি রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য বুথে বুথে বিজেপি কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাড্ডা ৷ ওই বিজেপি কর্মীরা সাধারণ মানুষকে ভ্যাকসিনেশন কতটা জরুরি তা বোঝাচ্ছেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন নিতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন না হন, তাও সুনিশ্চিত করছেন বিজেপি কর্মীরা ৷ এমনকি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টিও সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ব্লক স্তরে ৷

আরও পড়ুন : করোনার প্রাদুর্ভাবের সময় মোকাবিলায় প্রস্তুত ছিল না বিশ্ব, সাহায্য করেছিল যোগব্যায়াম : মোদি

ভ্যাকসিনেশন নিয়ে বিরোধীদের বিঁধতে ছাড়েননি নাড্ডা ৷ তিনি জানান, করোনার ভ্যাকসিন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর এবং নেতিবাচক মন্তব্য সত্ত্বেও সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে আসছেন এবং ভ্যাকসিন নিচ্ছেন ৷ তাঁর অভিযোগ, ভ্যাকসিন নিয়ে ভীষণরকম রাজনীতি হয়েছে ৷ তিনি বলেন, ‘‘কেউ কেউ বলেছেন ভ্যাকসিনের ট্রায়াল শেষ হয়নি ৷ কেউ আবার বলেছেন, আমাদের গিনিপিগ হিসেবে যেন দেখা না হয় ৷ আবার কেউ বলেছেন, আমরা ইঁদুর নই ৷ দেশের বহু নেতা এই ধরনের মন্তব্য করে ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চেয়েছিলেন ৷’’ তাঁর বিশ্বাস, বিরোধী শিবিরের এই সব নেতিবাচক মন্তব্যকে দূরে সরিয়ে রেখে 130 কোটি ভারতবাসী এগিয়ে আসবেন এবং ভ্যাকসিন নেবেন ৷

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 21 জুলাই আন্তর্জাতিক যোগ দিবসের দিন থেকে 75 শতাংশ ভ্যাকসিন ভারত সরকার সরাসরি উৎপাদনকারী সংস্থার থেকে কিনে রাজ্যগুলিকে বিনামূল্যে সরবরাহ করবে ৷ যাতে দেশের প্রত্যেক নাগরিক বিনামূল্যে করোনার ভ্যাকসিন পান ৷ আর 25 শতাংশ ভ্যাকসিন বেসরকারি হাসাপাতাল এবং ক্লিনিকগুলির জন্য বরাদ্দ করা হয়েছিল ৷ যেখানে ভ্যাকসিনের ক্রয়মূল্যের উপর অতিরিক্ত 150 টাকার বেশি সার্ভিস চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল কেন্দ্র ৷ এই নয়া প্রক্রিয়ায় আজ থেকে দেশের প্রতিটি রাজ্যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ যেখানে রাজ্য সরকারের সাহায্যে 18 বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.