বিশাখাপটনম, 5 জুন : অবসরগ্রহণ করল আইএনএস সন্ধ্যায়ক ৷ বিশাখাপটনমে নৌবাহিনীর বন্দরে দীর্ঘ 40 বছর কাজ করার পর সন্ধ্যায়ককে অব্য়াহতি দেওয়া হল ৷ এটি ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে পুরনো এই হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ৷
আরও পড়ুন : সিদ্ধান্ত বদল টুইটারের, উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরল ব্লু টিক
কোভিড-19 প্যানডেমিকের কারণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাহাজটিকে "ডিকমিশন" করা হল ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল আজেন্দ্র বাহাদুর সিং, ইস্টার্ন নাভাল কম্যান্ডের বর্তমান ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ ছিলেন প্রধান অতিথি ৷
দীর্ঘ সময়ের কর্মজীবনে আইএনএস সন্ধ্যায়ক 200 টি গুরুত্বপূর্ণ হাইড্রোগ্রাফিক সার্ভে করেছে পশ্চিম আর পূর্ব উপকূলে, আন্দমান সাগরে ৷ এ ছাড়াও প্রতিবেশী দেশগুলির জন্যও সার্ভের কাজ করেছে এই জাহাজ ৷