ETV Bharat / bharat

Indian Navy Submarine: আত্মনির্ভর হওয়ার পথে ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন পাচ্ছে নৌসেনা

এই জাহাজ এবং ডুবোজাহাজের অন্তর্ভুক্তিতে বিশ্বের সেরা সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম দেশের তালিকায় ভারত ঢুকে পড়বে বলে মত নৌসেনার এক আধিকারিক ৷ এর ফলে সমুদ্রের উপরে এবং নীচে নজরদারি চালানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে ।

indian-navy-commissions-ins-visakhapatnam-and-submarine
স্বাবলম্বী হয়ে উঠছে নৌসেনা ।
author img

By

Published : Nov 20, 2021, 6:24 PM IST

মুম্বই, 20 নভেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত । রবিবারই দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধজাহাজ হাতে পেতে চলেছে ভারতীয় নৌসেনা। এক সপ্তাহের মাথায় যুদ্ধে ব্যবহৃত একটি ডুবোডাহাজও হাতে আসতে চলেছে তাদের । এর ফলে ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার হাত আরও শক্ত হবে বলে মনে করছেন প্রতিরক্ষা আধিকারিকরা ।

প্রায় এক দশক আগে দেশীয় স্টিল ব্যবহার করে যুদ্ধজাহাজ এবং তার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির পরিকল্পনা গৃহীত হয় । ঠিক হয়, এর আওতায় দেশের চার রাজ্য, বিশাখাপত্তনম, মরমুগাঁও, ইম্ফল এবং সুরাতের নামে চারটি দেশীয় যুদ্ধজাহাজ তৈরি করা হবে । এই জাহাজগুলির নকশা তৈরির দায়িত্ব হাতে পায় ডিরক্টরেট অব নেভাল ডিজাইন । জাহাজ নির্মাণের দায়িত্ব পায় মুম্বইয়ের মেসার্স মাজাগাঁও ডক শিপবির্ল্ডার্স লিমিটেড সংস্থা ।

আরও পড়ুন: Varun Gandhi On Farm Laws Repeal : আরও আগে বোধোদয় হলে 700 জীবন বেঁচে যেত, মোদিকে চিঠি ‘বেসুরো’ বরুণের

তাদের তৈরি ‘আইএনএস বিশাখাপত্তনম’ই রবিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনার হাতে উঠছে । মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আইএনএস বিশাখাপত্তনমের মনোনীত কম্যান্ডিং অফিসার বীরেন্দ্র সিং বাইনস যদিও জানিয়েছেন যে, রবিবার জাহাজ হাতে পেলেও, সেটি পরীক্ষা করে দেখা এবং নৌবহর সামিল করে মহড়া দেওয়া এখনও বাকি ৷

অন্যদিকে, আগামী 28 নভেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ ‘ভেলা’ হাতে পাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ নৌসেনার চিফ অব স্টাফ অ্যাডমিরাল কর্মবীর সিং ওই অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ ‘ভেলা’ কালবরী ক্লাসের চতুর্থ ডুবোজাহাজ ৷ এই জাহাজ এবং ডুবোজাহাজের অন্তর্ভুক্তিতে বিশ্বের সেরা সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম দেশের তালিকায় ভারত ঢুকে পড়বে বলে মত নৌসেনার এক আধিকারিক ৷ এর ফলে সমুদ্রের উপরে এবং নীচে নজরদারি চালানো আরও সহজ হবে বলে মত তাঁর ৷

আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

দেশীয় পদ্ধতিতে তৈরি শত্রুপক্ষের জাহাজ বিধ্বংসীকারী সরঞ্জামও তৈরি করে বসানো হয়েছে ওই জাহাজ এবং ডুবোজাহাজে , যার মধ্যে রয়েছে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও ৷ স্বাধীনতার 75 বছর পূর্তিতে এমনিতেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘স্বর্ণিম বিজয় বর্ষ’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই নৌসেনায় ‘আইএনএস বিশাখাপত্তনম’ এবং ‘ভেলা’ দেশের অন্তর্ভুক্তিকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিবেদিত অর্ঘ্য হিসেবেও দেখা হচ্ছে ৷

মুম্বই, 20 নভেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত । রবিবারই দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধজাহাজ হাতে পেতে চলেছে ভারতীয় নৌসেনা। এক সপ্তাহের মাথায় যুদ্ধে ব্যবহৃত একটি ডুবোডাহাজও হাতে আসতে চলেছে তাদের । এর ফলে ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার হাত আরও শক্ত হবে বলে মনে করছেন প্রতিরক্ষা আধিকারিকরা ।

প্রায় এক দশক আগে দেশীয় স্টিল ব্যবহার করে যুদ্ধজাহাজ এবং তার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির পরিকল্পনা গৃহীত হয় । ঠিক হয়, এর আওতায় দেশের চার রাজ্য, বিশাখাপত্তনম, মরমুগাঁও, ইম্ফল এবং সুরাতের নামে চারটি দেশীয় যুদ্ধজাহাজ তৈরি করা হবে । এই জাহাজগুলির নকশা তৈরির দায়িত্ব হাতে পায় ডিরক্টরেট অব নেভাল ডিজাইন । জাহাজ নির্মাণের দায়িত্ব পায় মুম্বইয়ের মেসার্স মাজাগাঁও ডক শিপবির্ল্ডার্স লিমিটেড সংস্থা ।

আরও পড়ুন: Varun Gandhi On Farm Laws Repeal : আরও আগে বোধোদয় হলে 700 জীবন বেঁচে যেত, মোদিকে চিঠি ‘বেসুরো’ বরুণের

তাদের তৈরি ‘আইএনএস বিশাখাপত্তনম’ই রবিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনার হাতে উঠছে । মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আইএনএস বিশাখাপত্তনমের মনোনীত কম্যান্ডিং অফিসার বীরেন্দ্র সিং বাইনস যদিও জানিয়েছেন যে, রবিবার জাহাজ হাতে পেলেও, সেটি পরীক্ষা করে দেখা এবং নৌবহর সামিল করে মহড়া দেওয়া এখনও বাকি ৷

অন্যদিকে, আগামী 28 নভেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ ‘ভেলা’ হাতে পাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ নৌসেনার চিফ অব স্টাফ অ্যাডমিরাল কর্মবীর সিং ওই অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ ‘ভেলা’ কালবরী ক্লাসের চতুর্থ ডুবোজাহাজ ৷ এই জাহাজ এবং ডুবোজাহাজের অন্তর্ভুক্তিতে বিশ্বের সেরা সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম দেশের তালিকায় ভারত ঢুকে পড়বে বলে মত নৌসেনার এক আধিকারিক ৷ এর ফলে সমুদ্রের উপরে এবং নীচে নজরদারি চালানো আরও সহজ হবে বলে মত তাঁর ৷

আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

দেশীয় পদ্ধতিতে তৈরি শত্রুপক্ষের জাহাজ বিধ্বংসীকারী সরঞ্জামও তৈরি করে বসানো হয়েছে ওই জাহাজ এবং ডুবোজাহাজে , যার মধ্যে রয়েছে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও ৷ স্বাধীনতার 75 বছর পূর্তিতে এমনিতেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘স্বর্ণিম বিজয় বর্ষ’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই নৌসেনায় ‘আইএনএস বিশাখাপত্তনম’ এবং ‘ভেলা’ দেশের অন্তর্ভুক্তিকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিবেদিত অর্ঘ্য হিসেবেও দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.