মুম্বই, 20 নভেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত । রবিবারই দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধজাহাজ হাতে পেতে চলেছে ভারতীয় নৌসেনা। এক সপ্তাহের মাথায় যুদ্ধে ব্যবহৃত একটি ডুবোডাহাজও হাতে আসতে চলেছে তাদের । এর ফলে ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার হাত আরও শক্ত হবে বলে মনে করছেন প্রতিরক্ষা আধিকারিকরা ।
প্রায় এক দশক আগে দেশীয় স্টিল ব্যবহার করে যুদ্ধজাহাজ এবং তার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির পরিকল্পনা গৃহীত হয় । ঠিক হয়, এর আওতায় দেশের চার রাজ্য, বিশাখাপত্তনম, মরমুগাঁও, ইম্ফল এবং সুরাতের নামে চারটি দেশীয় যুদ্ধজাহাজ তৈরি করা হবে । এই জাহাজগুলির নকশা তৈরির দায়িত্ব হাতে পায় ডিরক্টরেট অব নেভাল ডিজাইন । জাহাজ নির্মাণের দায়িত্ব পায় মুম্বইয়ের মেসার্স মাজাগাঁও ডক শিপবির্ল্ডার্স লিমিটেড সংস্থা ।
তাদের তৈরি ‘আইএনএস বিশাখাপত্তনম’ই রবিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনার হাতে উঠছে । মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আইএনএস বিশাখাপত্তনমের মনোনীত কম্যান্ডিং অফিসার বীরেন্দ্র সিং বাইনস যদিও জানিয়েছেন যে, রবিবার জাহাজ হাতে পেলেও, সেটি পরীক্ষা করে দেখা এবং নৌবহর সামিল করে মহড়া দেওয়া এখনও বাকি ৷
অন্যদিকে, আগামী 28 নভেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ ‘ভেলা’ হাতে পাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ নৌসেনার চিফ অব স্টাফ অ্যাডমিরাল কর্মবীর সিং ওই অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ ‘ভেলা’ কালবরী ক্লাসের চতুর্থ ডুবোজাহাজ ৷ এই জাহাজ এবং ডুবোজাহাজের অন্তর্ভুক্তিতে বিশ্বের সেরা সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম দেশের তালিকায় ভারত ঢুকে পড়বে বলে মত নৌসেনার এক আধিকারিক ৷ এর ফলে সমুদ্রের উপরে এবং নীচে নজরদারি চালানো আরও সহজ হবে বলে মত তাঁর ৷
আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার
দেশীয় পদ্ধতিতে তৈরি শত্রুপক্ষের জাহাজ বিধ্বংসীকারী সরঞ্জামও তৈরি করে বসানো হয়েছে ওই জাহাজ এবং ডুবোজাহাজে , যার মধ্যে রয়েছে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও ৷ স্বাধীনতার 75 বছর পূর্তিতে এমনিতেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘স্বর্ণিম বিজয় বর্ষ’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই নৌসেনায় ‘আইএনএস বিশাখাপত্তনম’ এবং ‘ভেলা’ দেশের অন্তর্ভুক্তিকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিবেদিত অর্ঘ্য হিসেবেও দেখা হচ্ছে ৷