দিল্লি, 16 ফেব্রুয়ারি : দু'দিনের রাশিয়া সফরে আগামীকাল মস্কো উড়ে যাচ্ছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা । রাশিয়ার উপ বিদেশমন্ত্রী ইগর মরগুলভের সঙ্গে দেখা করবেন তিনি ।
ইগর মরগুলভের সঙ্গে ভারত-রাশিয়া বিদেশমন্ত্রকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রিংলা । বৈঠকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন মরগুলভ-শ্রিঙ্গলা । আগামীদিনের রূপরেখাও তৈরি হবে বৈঠকে ।
দু'দিনের এই সফরে রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সের্গেই ব়্যাবকভের সঙ্গেও দেখা করবেন বিদেশসচিব । আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু'জনের মধ্যে মতের আদানপ্রদান হতে পারে ।
আরও পড়ুন : "উপত্যকায় সত্যিই যা ঘটছে, সেই ছবিটা স্বাভাবিক নয়'', মন্তব্য প্রাক্তন বিদেশ সচিবের
বিদেশমন্ত্রকের থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার বিদেশমন্ত্রকে ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমিতে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তৃতাও দেবেন তিনি । করোনা পরিস্থিতির মধ্যে ভারত ও রাশিয়া নিজেদের মধ্যে স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিস্ট পার্টনারশিপ ধরে রাখতে পেরেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে ।
প্রসঙ্গত, চলতি বছরে এটিই শ্রিংলার প্রথম বিদেশ সফর । এই পরিস্থিতিতে বিদেশ সচিবের মস্কোসফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা ।