দিল্লি, 14 জ়ানুয়ারি : কৃষকরা দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানকে নষ্ট হতে দেবেন না । এমনটাই মনে করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর বিশ্বাস, কৃষকরা ওইদিন তাঁদের কর্মসূচি নিয়ে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবেন ৷
নতুন তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ সেদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করে দিল্লিতে পৌঁছাবেন । ফলে সেদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে বিঘ্নিত না হয় সেই দিকে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের । এই পরিস্থিতিতে রাজনাথ সিং আরও বলেন, "আমরা কৃষকদের সঙ্গে সাত থেকে আটবার আলোচনায় বসেছি ।"
আরও পড়ুন : কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ সিং । তিনি বলেন, "আমাদের মতামত স্পষ্ট যে এই কৃষি আইন কৃষকদের স্বার্থের কথা ভেবেই তৈরি করা হয়েছে । একজন কৃষক হিসেবে আমি মনে করি, এই আইন কৃষকদের উপকারে আসবে । তবে তা সত্ত্বেও কৃষকদের কোনও সমস্যা থাকলে আইনের কোন ধারায় সংশোধন করা প্রয়োজন, তা তাঁরা সরকারকে জানাক ।" সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটির সঙ্গে কৃষকরা আলোচনা করে নিজেদের সমস্য়ার কথা জানাক বলে ওই জানান তিনি ।