দিল্লি, 15 নভেম্বর : কিংবদন্তি অভিনেতা, তথা নাট্য় ব্য়ক্তিত্ব, পরিচালক সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শনিবার বেলা 12টা 15 মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান অপরাজিত-র অপু ৷ তাঁর মৃত্য়ুতে শোকপ্রকাশ করে এদিন টুইট করেন রাষ্ট্রপতি ৷
তিনি টুইটে লেখেন, সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের মৃত্য়ুতে ভারতীয় চলচ্চিত্র জগৎ তাঁর এক কিংবদন্তিকে হারাল ৷ তাঁকে বিশেষভাবে মনে থাকবে ‘অপু-র ট্রিলজি’ এবং সত্য়জিৎ রায়ের অভূতপূর্ব সৃষ্টিতে অভিনয়ের জন্য় ৷ অভিনয়ের জগতে তাঁর অবদান অনস্বীকার্য ৷
আরো একটি টুইট এদিন সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি ৷ সেখানে তিনি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, "সৌমিত্র চট্টোপাধ্য়ায় তাঁর অভিনয়ের জন্য় বহু জাতীয় পুরস্কার জিতেছেন ৷ পেয়েছেন সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কার ৷ পেয়েছেন ফ্রান্সের লিজিয়ঁ দা অনার সম্মান ৷ তাঁর পরিবার, চলচ্চিত্র জগৎ এবং তাঁর অসংখ্য় ভক্তদের আমার সমবেদনা জানাই ৷"
সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি টুইট করে লেখেন, "দাদা সাহেব ফালকে শ্রী সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রয়াণের খবরে খুবই মর্মাহত হয়েছি ৷ এমন এক অভিনেতা, যাঁর শ্রেষ্ঠত্বের জন্য় গোটা দেশ তাঁর কাছে ধন্য় ৷ আমার হৃদয় থেকে মহান অভিনেতার পরিবার, সহকর্মী ও ভক্তদের সমবেদনা জানাই ৷" শুধু রাহুল গান্ধি বা রাষ্ট্রপতি নন, কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷