ETV Bharat / bharat

Arunachal youth missing : অরুণাচলের নিখোঁজ মিরামকে খুঁজে দিতে চিনকে বলল ভারত - চিনের পিপলস লিবারেশন আর্মি

অরুণাচল প্রদেশের বাসিন্দা মিরাম টারোন মঙ্গলবার থেকে নিখোঁজ (Arunachal youth Miram Taron missing from Tuesday) ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনের দিকে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন ৷ তাঁকে খুঁজে দিতে চিনা পিএলএ-র সঙ্গে কথা বলেছে ভারতীয় সেনা ৷ যদিও কংগ্রেসের দাবি, চিনা সেনা অপহরণ করেছে মিরামকে ৷

indian army reaches out to pla to locate missing arunachal youth
Arunachal youth missing : অরুণাচলের নিখোঁজ মিরামকে খুঁজে দিতে চিনকে বলল ভারত
author img

By

Published : Jan 20, 2022, 4:47 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের সন্ধানে এবার চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ করল ভারতীয় সেনা (Indian Army reaches out to PLA to locate missing Arunachal youth) ৷ ওই যুবক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনের দিকে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে প্রোটোকল মেনে ওই যুবককে ফিরিয়ে দিতে হবে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম মিরাম টারোন (Arunachal youth Miram Taron missing from Tuesday) ৷ তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তিনি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন ৷ তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি ৷ এই খবর পাওয়ার সঙ্গেই চিনা ফৌজের (China's People's Liberation Army) সঙ্গে যোগাযোগ করা হয় ভারতীয় সেনার (Indian Army) তরফে ৷ পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে করেছে ভারতীয় সেনা ৷

  • 17 yr old youth Miram Tarom of Zido, Arunachal Pradesh was reportedly captured by Chinese PLA across the LAC. Indian Army immediately contacted PLA through hotline, assistance from PLA has been sought to locate & return him as per protocol: PRO Defence Tezpur pic.twitter.com/1u79nE0FUo

    — ANI (@ANI) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনা ওই যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার কথা বললেও কংগ্রেসের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে ৷ অপহরণ করেছে চিনের পিএলএ ৷ অরুণচল প্রদেশের পাসিঘাট পশ্চিমের বিধায়ক কংগ্রেসের নিনং ইরিংয়ের দাবি, মঙ্গলবার চিনা পিএলএ মিরামকে অপহরণ করে ৷ মিরাম 17 বছরের এক কিশোর ৷ ভারতের এলাকা থেকেই ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে তাঁর দাবি ৷

ফলে এই বিষয়ে পরষ্পরবিরোধী বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তবে মিরামের সঙ্গে জনি ইয়াইং নামে এক যুবক ছিল বলে জানা গিয়েছে ৷ তাঁকে অপহরণ করা হয় ৷ কিন্তু তাঁর দাবি, তিনি কোনও ক্রমের চিনের কবল থেকে পালাতে সক্ষম হয়েছেন ৷ মিরাম পারেনি ৷

আরও পড়ুন : China PLA abducts Indian : অরুণাচলে ভারতীয় কিশোরকে অপহরণ চিন সেনার, দাবি সাংসদের

নয়াদিল্লি, 20 জানুয়ারি : অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের সন্ধানে এবার চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ করল ভারতীয় সেনা (Indian Army reaches out to PLA to locate missing Arunachal youth) ৷ ওই যুবক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনের দিকে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে প্রোটোকল মেনে ওই যুবককে ফিরিয়ে দিতে হবে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম মিরাম টারোন (Arunachal youth Miram Taron missing from Tuesday) ৷ তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তিনি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন ৷ তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি ৷ এই খবর পাওয়ার সঙ্গেই চিনা ফৌজের (China's People's Liberation Army) সঙ্গে যোগাযোগ করা হয় ভারতীয় সেনার (Indian Army) তরফে ৷ পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে করেছে ভারতীয় সেনা ৷

  • 17 yr old youth Miram Tarom of Zido, Arunachal Pradesh was reportedly captured by Chinese PLA across the LAC. Indian Army immediately contacted PLA through hotline, assistance from PLA has been sought to locate & return him as per protocol: PRO Defence Tezpur pic.twitter.com/1u79nE0FUo

    — ANI (@ANI) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনা ওই যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার কথা বললেও কংগ্রেসের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে ৷ অপহরণ করেছে চিনের পিএলএ ৷ অরুণচল প্রদেশের পাসিঘাট পশ্চিমের বিধায়ক কংগ্রেসের নিনং ইরিংয়ের দাবি, মঙ্গলবার চিনা পিএলএ মিরামকে অপহরণ করে ৷ মিরাম 17 বছরের এক কিশোর ৷ ভারতের এলাকা থেকেই ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে তাঁর দাবি ৷

ফলে এই বিষয়ে পরষ্পরবিরোধী বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তবে মিরামের সঙ্গে জনি ইয়াইং নামে এক যুবক ছিল বলে জানা গিয়েছে ৷ তাঁকে অপহরণ করা হয় ৷ কিন্তু তাঁর দাবি, তিনি কোনও ক্রমের চিনের কবল থেকে পালাতে সক্ষম হয়েছেন ৷ মিরাম পারেনি ৷

আরও পড়ুন : China PLA abducts Indian : অরুণাচলে ভারতীয় কিশোরকে অপহরণ চিন সেনার, দাবি সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.