ETV Bharat / bharat

রাজৌরি-পুঞ্চ এলাকায় জঙ্গি মোকাবিলায় ভারতীয় সেনার 'অপারেশন সর্বশক্তি' - জঙ্গি

Operation Sarvashakti: রাজৌরি-পুঞ্চ এলাকায় সেনার উপর একের পর এক জঙ্গি হামলা ৷ মোকাবিলায় 'অপারেশন সর্বশক্তি' শুরু করল ভারতীয় সেনাবাহিনী ৷

Indian Army
ভারতীয় সেনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 8:43 PM IST

জম্মু ও কাশ্মীর, 14 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জের উভয়পক্ষের নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে রাজৌরি পুঞ্চ অঞ্চলে 'অপারেশন সর্বশক্তি' শুরু করল ভারতীয় সেনাবাহিনী ৷ বিগত কয়েকমাস ধরে জঙ্গিরা রাজৌরি এবং পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের উপর একের পর এক হামলা চালিয়েছে । গত বছরে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় জঙ্গিদের হামলায় 19 জন সেনা জওয়ানের প্রাণ গিয়েছে । এরপরেই 'অপারেশন সর্বশক্তি' শুরু করা হয়েছে সেনার তরফে ৷

শ্রীনগর-ভিত্তিক 15 কর্পস এবং নাগরোটা-ভিত্তিক 16 কর্পস-এর সৈন্যরা পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের শেষ করার এই অপারেশনের অংশ হিসাবে অন্যান্য সংস্থা এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে । এই অপারেশনে সবস্তরের গোয়েন্দা তথ্য একত্রিত করা হচ্ছে এবং সেগুলির ভিত্তিকে কাজ করা হচ্ছে । রিজার্ভ ফর্মেশন থেকে অতিরিক্ত সৈন্যদের রাজৌরি-পুঞ্চ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে ।

'অপারেশন সর্বশক্তি' ঘন জঙ্গল, পাহাড় এবং বিভিন্ন এলাকায় বিস্তৃত গুহাগুলিতে আশ্রয় নেওয়া জঙ্গিদের আস্তানাগুলিকে শনাক্ত করবে । মনে করা হচ্ছে, যেসব জঙ্গি 2023 সালে রাজৌরি-পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছিল তারা এই সমস্ত এলাকায় লুকিয়ে রয়েছে । সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, "জম্মু কাশ্মীরের বেশিরভাগ জঙ্গিই পাকিস্তানের ৷"

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পুঞ্জে 21 ডিসেম্বর 2023 সালে সেনার গাড়ির উপর হামলা চালানো হয় ৷ জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় পাঁচ সেনা জওয়ানের ৷ তিনজন আহত হন ৷ এরপরেই জঙ্গিদের তল্লাশিতে এনকাউন্টার শুরু করে ভারতীয় সেনা ৷ এই ঘটনার রেশ মিটতে না মিটতে 24 ডিসেম্বর আজানের সময় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ৷ অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে । পরপর জঙ্গি হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলিতে সফরে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জঙ্গিদের নিকেশ করার সঙ্গে সঙ্গে দেশবাসীর মন জয় করতে সেনাদের পরামর্শ দেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের
  3. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের

জম্মু ও কাশ্মীর, 14 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জের উভয়পক্ষের নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে রাজৌরি পুঞ্চ অঞ্চলে 'অপারেশন সর্বশক্তি' শুরু করল ভারতীয় সেনাবাহিনী ৷ বিগত কয়েকমাস ধরে জঙ্গিরা রাজৌরি এবং পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের উপর একের পর এক হামলা চালিয়েছে । গত বছরে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় জঙ্গিদের হামলায় 19 জন সেনা জওয়ানের প্রাণ গিয়েছে । এরপরেই 'অপারেশন সর্বশক্তি' শুরু করা হয়েছে সেনার তরফে ৷

শ্রীনগর-ভিত্তিক 15 কর্পস এবং নাগরোটা-ভিত্তিক 16 কর্পস-এর সৈন্যরা পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের শেষ করার এই অপারেশনের অংশ হিসাবে অন্যান্য সংস্থা এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে । এই অপারেশনে সবস্তরের গোয়েন্দা তথ্য একত্রিত করা হচ্ছে এবং সেগুলির ভিত্তিকে কাজ করা হচ্ছে । রিজার্ভ ফর্মেশন থেকে অতিরিক্ত সৈন্যদের রাজৌরি-পুঞ্চ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে ।

'অপারেশন সর্বশক্তি' ঘন জঙ্গল, পাহাড় এবং বিভিন্ন এলাকায় বিস্তৃত গুহাগুলিতে আশ্রয় নেওয়া জঙ্গিদের আস্তানাগুলিকে শনাক্ত করবে । মনে করা হচ্ছে, যেসব জঙ্গি 2023 সালে রাজৌরি-পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছিল তারা এই সমস্ত এলাকায় লুকিয়ে রয়েছে । সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, "জম্মু কাশ্মীরের বেশিরভাগ জঙ্গিই পাকিস্তানের ৷"

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পুঞ্জে 21 ডিসেম্বর 2023 সালে সেনার গাড়ির উপর হামলা চালানো হয় ৷ জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় পাঁচ সেনা জওয়ানের ৷ তিনজন আহত হন ৷ এরপরেই জঙ্গিদের তল্লাশিতে এনকাউন্টার শুরু করে ভারতীয় সেনা ৷ এই ঘটনার রেশ মিটতে না মিটতে 24 ডিসেম্বর আজানের সময় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ৷ অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে । পরপর জঙ্গি হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলিতে সফরে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জঙ্গিদের নিকেশ করার সঙ্গে সঙ্গে দেশবাসীর মন জয় করতে সেনাদের পরামর্শ দেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের
  3. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.