ETV Bharat / bharat

Army helicopter crashes : পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার - Indian Army helicopter crashes in Punjab's Pathankot

ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার
ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার
author img

By

Published : Aug 3, 2021, 11:50 AM IST

Updated : Aug 3, 2021, 1:23 PM IST

11:45 August 03

পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার

পাঠানকোট, 3 অগস্ট : পঞ্জাবের পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷ পাঠানকোট জেলার রণজিৎ সাগর দাম লেকের কাছে কপ্টারটি ভেঙে পড়ে ৷ উদ্ধারকার্য চলছে ৷   

পাঠানকোট পুলিশের সিনিয়র এসপি সুরেন্দর লাম্বা বলেন, ‘‘ আমরা খবর পেয়েছি একটি সেনা হেলিকপ্টার সেকের মধ্যে ভেঙে পড়েছে ৷ আমরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি ৷  

তবে এখনও কোনও মৃত্যুর খবর সামনে আসেনি ৷ রণজিৎ সাগর লেকটি পাঠানকোটের থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ৷  

আরও পড়ুন : মাঝ আকাশে গায়েব রাশিয়ার বিমান, পরে রক্ষা 19 যাত্রীর

কপ্টারটি 254 নম্বর আর্মি এভিএন স্কোয়ার্ডনের ৷ মামুন ক্যান্টনমেন্ট থেকে কপ্টারটি টেক অফ করে ৷ টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই রণজিৎ সাগর লেকে ভেঙে পড়ে সেটি ৷ উদ্ধারকার্যের জন্য একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কাজে লাগানো হয়েছে ৷  

11:45 August 03

পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার

পাঠানকোট, 3 অগস্ট : পঞ্জাবের পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷ পাঠানকোট জেলার রণজিৎ সাগর দাম লেকের কাছে কপ্টারটি ভেঙে পড়ে ৷ উদ্ধারকার্য চলছে ৷   

পাঠানকোট পুলিশের সিনিয়র এসপি সুরেন্দর লাম্বা বলেন, ‘‘ আমরা খবর পেয়েছি একটি সেনা হেলিকপ্টার সেকের মধ্যে ভেঙে পড়েছে ৷ আমরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি ৷  

তবে এখনও কোনও মৃত্যুর খবর সামনে আসেনি ৷ রণজিৎ সাগর লেকটি পাঠানকোটের থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ৷  

আরও পড়ুন : মাঝ আকাশে গায়েব রাশিয়ার বিমান, পরে রক্ষা 19 যাত্রীর

কপ্টারটি 254 নম্বর আর্মি এভিএন স্কোয়ার্ডনের ৷ মামুন ক্যান্টনমেন্ট থেকে কপ্টারটি টেক অফ করে ৷ টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই রণজিৎ সাগর লেকে ভেঙে পড়ে সেটি ৷ উদ্ধারকার্যের জন্য একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কাজে লাগানো হয়েছে ৷  

Last Updated : Aug 3, 2021, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.