ETV Bharat / bharat

Indian Ambassador in Kabul : কাবুল থেকে ফিরছেন ভারতীয় রাষ্ট্রদূত, ঘোষণা বিদেশমন্ত্রকের - afghanistan

কাবুল এখন রাজনৈতিক, সামাজিক, সব দিকে সংকটজনক অবস্থায় রয়েছে ৷ গতকাল একটি বিমানে বেশ কিছু নিরাপত্তাকর্মীকে আনা হয়েছে ৷ আজ দ্বিতীয় বিমান পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যে কাবুল থেকে রওনা দিয়েছেন রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন ৷

এয়ারক্রাফ্ট
এয়ারক্রাফ্ট
author img

By

Published : Aug 17, 2021, 10:04 AM IST

নয়া দিল্লি, 17 অগস্ট : জরুরি ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রদূত (Indian ambassador) আর অন্য ভারতীয় আধিকারিকদের ফিরিয়ে আনা হচ্ছে । আজ ভারতীয় বায়ু সেনার (Indian Air Force, IAF) একটি এয়ারক্রাফ্ট (aircraft) কাবুল রওনা দিয়েছে ৷ আফগানিস্তান এখন তালিবানদের দখলে ৷ সেখানে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই তাঁদের দ্রুত উদ্ধারের উদ্দেশ্যে বিমানটি পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যে কাবুল থেকে রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন (Ambassador Rudendra Tandon ) তাঁর কর্মীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র (External Affairs Ministry Spokesperson) অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানিয়েছেন যে কাবুলের বর্তমান পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রদূত (Ambassador) এবং অন্য ভারতীয় কর্মীদের খুব শীঘ্র দেশে আনা হবে ৷ ইতিমধ্যে তাঁরা রওনাও দিয়েছেন । তিনি একটি টুইটে লিখেছেন, "এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং তাঁর অন্য ভারতীয় কর্মীদের দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে ৷"

  • In view of the prevailing circumstances, it has been decided that our Ambassador in Kabul and his Indian staff will move to India immediately.

    — Arindam Bagchi (@MEAIndia) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার ভারতীয় বায়ুসেনার (Indian Air Force, IAF) এয়ারক্রাফ্ট সি-17 (C-17) বিমানে কিছু নিরাপত্তাকর্মীকে নিয়ে আসা হয়েছে ৷ মঙ্গলবার এই নিয়ে দ্বিতীয় বিমান পাঠানো হয়েছে ৷

নয়া দিল্লি, 17 অগস্ট : জরুরি ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রদূত (Indian ambassador) আর অন্য ভারতীয় আধিকারিকদের ফিরিয়ে আনা হচ্ছে । আজ ভারতীয় বায়ু সেনার (Indian Air Force, IAF) একটি এয়ারক্রাফ্ট (aircraft) কাবুল রওনা দিয়েছে ৷ আফগানিস্তান এখন তালিবানদের দখলে ৷ সেখানে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই তাঁদের দ্রুত উদ্ধারের উদ্দেশ্যে বিমানটি পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যে কাবুল থেকে রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন (Ambassador Rudendra Tandon ) তাঁর কর্মীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র (External Affairs Ministry Spokesperson) অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানিয়েছেন যে কাবুলের বর্তমান পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রদূত (Ambassador) এবং অন্য ভারতীয় কর্মীদের খুব শীঘ্র দেশে আনা হবে ৷ ইতিমধ্যে তাঁরা রওনাও দিয়েছেন । তিনি একটি টুইটে লিখেছেন, "এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং তাঁর অন্য ভারতীয় কর্মীদের দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে ৷"

  • In view of the prevailing circumstances, it has been decided that our Ambassador in Kabul and his Indian staff will move to India immediately.

    — Arindam Bagchi (@MEAIndia) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার ভারতীয় বায়ুসেনার (Indian Air Force, IAF) এয়ারক্রাফ্ট সি-17 (C-17) বিমানে কিছু নিরাপত্তাকর্মীকে নিয়ে আসা হয়েছে ৷ মঙ্গলবার এই নিয়ে দ্বিতীয় বিমান পাঠানো হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.