নয়াদিল্লি, 20 নভেম্বর: মণিপুরের আকাশে দেখা মিলল অজানা উড়ন্ত বস্তুর ৷ জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ ওই ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুটির দেখা মেলে ইম্ফল বিমানবন্দরের উপরে ৷ এই খবর পাওয়ার পরেই ভারতীয় বায়ু সেনার রাফাল যুদ্ধবিমানকে নামানো হয় ওই অজানা বস্তুগুলির তল্লাশিতে ৷
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইম্ফলের আকাশে ওই অজানা উড়ন্ত বস্তুর দেখা মেলার পরেই বায়ুসেনা তল্লাশি শুরু করে ৷ তল্লাশিতে নামানো হয় অত্যাধুনিক সেন্সর প্রযুক্তিযুক্ত রাফাল যুদ্ধ বিমানকে ৷ কিন্তু বায়ুসেনা সূত্রে খবর, কোনও ইউএফও-এর সন্ধান মেলেনি ৷ পরপর দুটি রাফাল তল্লাশি চালালেও ওই অজানা উড়ন্ত বস্তুর কোনও সন্ধান মেলেনি ৷ তবে বেশকিছু ভিডিয়োতে ওই অজানা বস্তুটিকে ইম্ফলের আকাশে উড়তে দেখা গিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷
বায়ুসেনার বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স কৌশলকে সতর্ক করা হয়েছে, ওই ইউএফও-এর সন্ধান পাওয়ার পর ৷ দার্জিলিংয়ের হাসিমারাতে রয়েছে রাফাল যুদ্ধবিমান ৷ এই বিমানঘাঁটি থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সীমান্তে নজরদারিতে পাঠানো হয় এই যুদ্ধবিমানকে ৷ চিন সীমান্তেও উত্তেজনার কথা মাথায় রেখেই হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে রাফাল মোতায়েন করা হয়েছে, যাতে প্রয়োজনে সেখান থেকে দ্রুত চিন সীমান্তে এই যুদ্ধবিমানগুলিকে পাঠানো যায় ৷
ভারতের বায়ুসেনার অন্যতম প্রধান হাতিয়ার রাফাল যুদ্ধবিমান ৷ কদিন আগেই চিন সীমান্ত বরাবর বায়ুসেনা আয়োজিত পূরবী নামক বিশেষ যুদ্ধাভ্যাসে অংশ নিয়েছিল রাফাল যুদ্ধ বিমান ৷ ফ্রান্সের থেকে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলি কিনেছে ভারত ৷ গত কয়েকমাস ধরে জাতিগত সংঘর্ষে বিধ্বস্থ মণিপুর ৷ তার মধ্যেই এই অজানা উড়ন্ত বস্তুর দেখা মেলার বিষয়টি নয়া মাত্রা যোগ করেছে ৷
আরও পড়ুন: