নয়াদিল্লি, 19 জুন : দেশজুড়ে বিক্ষোভ চলছে ৷ তার মাঝেই আজ ভারতীয় বায়ু সেনা অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিস্তারিত প্রকাশ করল ৷ বায়ু সেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত জওয়ানদের 'ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট 1950' অনুযায়ী পরিচালনা করা হবে ৷ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীররা সমাজে ফিরে যাবেন (Indian Air Force releases details on Agnipath scheme recruitment in Indian armed Forces) ৷
কী পাবেন অগ্নিবীর ?
ভারতীয় বায়ুসেনার প্রকাশিত এই বিস্তারিত বিবৃতিতে প্রার্থীদের বয়সসীমা, ফিজিক্যাল ফিটনেস, মেডিক্যাল পরীক্ষা, চাকরির শর্ত, ট্রেনিং এবং মূল্যায়ন সম্বন্ধে জানানো হয়েছে ৷ অগ্নিবীররা বছরে 30 দিন ছুটি পাবেন ৷ এছাড়া কোনও অগ্নিবীর অসুস্থ হলে, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ছুটি মঞ্জুর করা হবে ৷ চাকরির শুরুতেই প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পাবেন তাঁরা ৷ প্রতি বছরে বেতন বৃদ্ধিও হবে ৷ এছাড়া ঝুঁকিপ্রবণ পরিস্থিতি, পোশাক, যাতায়াতের প্রয়োজনে আলাদা করে টাকা পাবেন প্রত্যেক অগ্নিবীর ৷
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 'অগ্নিবীর করপাস ফান্ড' নামের একটি তহবিল থাকবে ৷ প্রতি মাসে অগ্নিবীরদের বেতনের থেকে 30 শতাংশ টাকা যাবে ওই করপাস ফান্ডে ৷ জমা টাকার উপর কেন্দ্রীয় সরকার পাবলিক প্রফিডেন্ট ফান্ডের সম পরিমাণ সুদ দেবে ৷ 4 বছর শেষে ওই ফান্ডে প্রত্যেক অগ্নিবীরের অনুদান থাকবে 5 লক্ষ 2 হাজার টাকা ৷ কেন্দ্রও এই সমান অর্থ দেবে ৷ চাকরি শেষে সেবা নিধি প্রকল্পের (Seve Nidhi Package) আওতায় প্রত্যেক অগ্নিবীরের হাতে 10 লক্ষ 4 হাজার টাকা তুলে দেওয়া হবে ৷
আরও পড়ুন : অগ্নিপথ বিক্ষোভকারীদের সেনার চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে: বায়ুসেনা প্রধান
কী পাবেন না একজন অগ্নিবীর ?
স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক এই প্রকল্পে ভারতীয় সেনাবাহিনীতে মাত্র 4 বছর কাজের সুযোগ ৷ বয়সের সীমা 17.5 থেকে 21 পর্যন্ত উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে ৷ কোনও চাকরি প্রার্থী একবারই অগ্নিবীর হতে পারবেন ৷ কোনও পেনশন নেই অগ্নিবীরদের জন্য ৷ মোট অগ্নিবীরদের থেকে মাত্র 25 শতাংশকে সেনার মূল স্রোতে নেওয়া হবে ৷ বাকিরা সমাজে ফিরে যাবেন, জানিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷
14 জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সেনাপ্রধানের সঙ্গে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ এর মাধ্যমে দেশের তিনটি সেনা বিভাগে জওয়ান নিয়োগ করা হবে ৷ তবে তারা 4 বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন ৷