ETV Bharat / bharat

IAF Mig Crash: রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান - মর্মান্তিক বিমান দুর্ঘটনা

আজ সকালে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ৷ রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার মিগ বিমান ভেঙে পড়েছে বলে খবর (Indian Air Force Mig Crash in Rajasthan) ৷

IAF Mig Crash
মিগ বিমান
author img

By

Published : Jan 28, 2023, 12:01 PM IST

Updated : Jan 28, 2023, 1:54 PM IST

ভরতপুরে ভেঙে পড়ল মিগ বিমানের ধ্বংসাবশেষ

ভরতপুর, 28 জানুয়ারি: এবছরের প্রথম মিগ বিমান দুর্ঘটনা ৷ শনিবার সকালে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ বিমান ৷ খবর পেয়েই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ পৌঁছেছেন বায়ুসেনার উচ্চাধিকারিকরাও ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগরার বায়ুসেনা ঘাঁটি থেকে ওই বিমানটি যাত্রা শুরু করে (IAF MiG crash and debris fall in Bharatpur Rajasthan) ৷

ভরতপুরের কালেক্টর অলোক রঞ্জন অবশ্য জানিয়েছেন, চার্টার জেট ভেঙে পড়েছে ৷ প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইএএফ-এর জেট বিমানে দুর্ঘটনা ঘটেছে ৷ আপাতত বায়ুসেনা এই দুর্ঘটনার কারণ সন্ধান করছে ৷ ঘটনাচক্রে আজ রাজস্থানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ভিলওয়ারায় মালশেরি ডুঙ্গরি মন্দিরে প্রার্থনা করেন তিনি ৷ আসিন্দ জেলায় ভগবান দেবনারায়ণের জন্মতিথি উৎসবে যোগ দিয়েছেন মোদি ৷

  • Rajasthan | A chartered aircraft crashed in Bharatpur. Police and administration have been sent to the spot. More details are awaited: District Collector Alok Ranjan pic.twitter.com/wfbofbKA3I

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েছেন ৷ ঠিক কোন বিমানটি ভেঙে পড়েছে, তা দেখা হচ্ছে ৷ পাশাপাশি ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি । এদিকে আজ সকালে মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ের জঙ্গলেও মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়েছে ৷

আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু

এদিকে ভরতপুরের ডিএসপি জানিয়েছেন, শনিবার সকাল 10-10.15 মিনিট নাগাদ তিনি বিমান দুর্ঘটনার খবর পান ৷ তিনি বলেন, "এখানে এসে দেখছি যে এটা ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট বলে মনে হচ্ছে ৷ তবে ধ্বংসাবশেষ দেখে সঠিক বুঝতে পারছি না, এটা ফাইটার বিমান নাকি সাধারণ বিমান ৷ এটাও জানি না যে, বিমানচালক বেরিয়ে আসতে পেরেছেন নাকি ভিতরেই রয়েছেন ৷"

এর আগে 2022 সালের জুলাই মাসে রাজস্থানের বারমেরেতে মিগ-21 যুদ্ধবিমান ভেঙে পড়ে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান দুই পাইলট ৷ বিমানটি ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই ভেঙে পড়েছিল ৷ সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায় (MiG21 Fighter Plane Crash in Rajasthan) ৷

ভরতপুরে ভেঙে পড়ল মিগ বিমানের ধ্বংসাবশেষ

ভরতপুর, 28 জানুয়ারি: এবছরের প্রথম মিগ বিমান দুর্ঘটনা ৷ শনিবার সকালে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ বিমান ৷ খবর পেয়েই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ পৌঁছেছেন বায়ুসেনার উচ্চাধিকারিকরাও ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগরার বায়ুসেনা ঘাঁটি থেকে ওই বিমানটি যাত্রা শুরু করে (IAF MiG crash and debris fall in Bharatpur Rajasthan) ৷

ভরতপুরের কালেক্টর অলোক রঞ্জন অবশ্য জানিয়েছেন, চার্টার জেট ভেঙে পড়েছে ৷ প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইএএফ-এর জেট বিমানে দুর্ঘটনা ঘটেছে ৷ আপাতত বায়ুসেনা এই দুর্ঘটনার কারণ সন্ধান করছে ৷ ঘটনাচক্রে আজ রাজস্থানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ভিলওয়ারায় মালশেরি ডুঙ্গরি মন্দিরে প্রার্থনা করেন তিনি ৷ আসিন্দ জেলায় ভগবান দেবনারায়ণের জন্মতিথি উৎসবে যোগ দিয়েছেন মোদি ৷

  • Rajasthan | A chartered aircraft crashed in Bharatpur. Police and administration have been sent to the spot. More details are awaited: District Collector Alok Ranjan pic.twitter.com/wfbofbKA3I

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েছেন ৷ ঠিক কোন বিমানটি ভেঙে পড়েছে, তা দেখা হচ্ছে ৷ পাশাপাশি ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি । এদিকে আজ সকালে মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ের জঙ্গলেও মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়েছে ৷

আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু

এদিকে ভরতপুরের ডিএসপি জানিয়েছেন, শনিবার সকাল 10-10.15 মিনিট নাগাদ তিনি বিমান দুর্ঘটনার খবর পান ৷ তিনি বলেন, "এখানে এসে দেখছি যে এটা ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট বলে মনে হচ্ছে ৷ তবে ধ্বংসাবশেষ দেখে সঠিক বুঝতে পারছি না, এটা ফাইটার বিমান নাকি সাধারণ বিমান ৷ এটাও জানি না যে, বিমানচালক বেরিয়ে আসতে পেরেছেন নাকি ভিতরেই রয়েছেন ৷"

এর আগে 2022 সালের জুলাই মাসে রাজস্থানের বারমেরেতে মিগ-21 যুদ্ধবিমান ভেঙে পড়ে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান দুই পাইলট ৷ বিমানটি ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই ভেঙে পড়েছিল ৷ সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায় (MiG21 Fighter Plane Crash in Rajasthan) ৷

Last Updated : Jan 28, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.