ETV Bharat / bharat

UN Report on World Population: সামনের বছরই জনসংখ্যায় চিনকে ছাপিয়ে যাবে ভারত, জানাল রাষ্ট্রসংঘ

author img

By

Published : Jul 11, 2022, 1:34 PM IST

2023 সালে চিনকে ছাপিয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে যাবে (India will Surpass China as Populous Country in 2023 Mentioned in United Nations Report) ৷ বিশ্ব জনসংখ্যা দিবসে রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

India will Surpass China as Populous Country in 2023 Mentioned in United Nations Report
India will Surpass China as Populous Country in 2023 Mentioned in United Nations Report

নয়াদিল্লি, 11 জুলাই: জনসংখ্যায় আগামী বছরেই চিনকে ছাপিয়ে যাবে ভারত (India will Surpass China as Populous Country) ৷ সোমবার রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ যেখানে এও বলা হয়েছে, 2022 সালে নভেম্বর মাসের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন অর্থাৎ, 800 কোটি ছুঁয়ে ফেলবে ৷

2022 সালে বিশ্বের সম্ভাব্য জনসংখ্যার নিরিখে একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ এবং জনসংখ্যা বিভাগ ৷ যেখানে বলা হয়েছে 2022 সালের 15 নভেম্বরের মধ্যে বিশ্বের জনসংখ্যা (World Population) 8 বিলিয়ন ছুঁয়ে ফেলবে ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 1950 সালের পর থেকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমেছে ৷ যা 2020 সালে এক শতাংশে নেমে এসেছিল ৷ রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, 2030 সালে বিশ্বের জনসংখ্যা 8.5 বিলিয়নের কাছাকাছি থাকবে ৷ 2050 সালে তা 9.7 বিলিয়ন হবে ৷ আর 2080 সালের মধ্যে এই সংখ্যাটা 10.4 বিলিয়নের কাছে পৌঁছে যাবে ৷ 2100 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার একই থাকবে ৷

আরও পড়ুন: China COVID Vaccination : বেশিরভাগ প্রবীণের ভ্যাকসিন হয়নি, জনসংখ্য়া কমাতে নতুন ষড়যন্ত্র চিনের ?

আর এখানেই রাষ্ট্রসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, 2023 সালের মধ্যে ভারত জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে ৷ দক্ষিণ এশিয়ার এই দুই দেশেই বিশ্বের 29 শতাংশ জনসংখ্যা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ আর ভারত এবং চিন এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী থাকবে বলে রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে ৷

নয়াদিল্লি, 11 জুলাই: জনসংখ্যায় আগামী বছরেই চিনকে ছাপিয়ে যাবে ভারত (India will Surpass China as Populous Country) ৷ সোমবার রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ যেখানে এও বলা হয়েছে, 2022 সালে নভেম্বর মাসের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন অর্থাৎ, 800 কোটি ছুঁয়ে ফেলবে ৷

2022 সালে বিশ্বের সম্ভাব্য জনসংখ্যার নিরিখে একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ এবং জনসংখ্যা বিভাগ ৷ যেখানে বলা হয়েছে 2022 সালের 15 নভেম্বরের মধ্যে বিশ্বের জনসংখ্যা (World Population) 8 বিলিয়ন ছুঁয়ে ফেলবে ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 1950 সালের পর থেকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমেছে ৷ যা 2020 সালে এক শতাংশে নেমে এসেছিল ৷ রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, 2030 সালে বিশ্বের জনসংখ্যা 8.5 বিলিয়নের কাছাকাছি থাকবে ৷ 2050 সালে তা 9.7 বিলিয়ন হবে ৷ আর 2080 সালের মধ্যে এই সংখ্যাটা 10.4 বিলিয়নের কাছে পৌঁছে যাবে ৷ 2100 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার একই থাকবে ৷

আরও পড়ুন: China COVID Vaccination : বেশিরভাগ প্রবীণের ভ্যাকসিন হয়নি, জনসংখ্য়া কমাতে নতুন ষড়যন্ত্র চিনের ?

আর এখানেই রাষ্ট্রসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, 2023 সালের মধ্যে ভারত জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে ৷ দক্ষিণ এশিয়ার এই দুই দেশেই বিশ্বের 29 শতাংশ জনসংখ্যা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ আর ভারত এবং চিন এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী থাকবে বলে রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.