নয়াদিল্লি, 11 জুলাই: জনসংখ্যায় আগামী বছরেই চিনকে ছাপিয়ে যাবে ভারত (India will Surpass China as Populous Country) ৷ সোমবার রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ যেখানে এও বলা হয়েছে, 2022 সালে নভেম্বর মাসের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন অর্থাৎ, 800 কোটি ছুঁয়ে ফেলবে ৷
2022 সালে বিশ্বের সম্ভাব্য জনসংখ্যার নিরিখে একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ এবং জনসংখ্যা বিভাগ ৷ যেখানে বলা হয়েছে 2022 সালের 15 নভেম্বরের মধ্যে বিশ্বের জনসংখ্যা (World Population) 8 বিলিয়ন ছুঁয়ে ফেলবে ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 1950 সালের পর থেকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমেছে ৷ যা 2020 সালে এক শতাংশে নেমে এসেছিল ৷ রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, 2030 সালে বিশ্বের জনসংখ্যা 8.5 বিলিয়নের কাছাকাছি থাকবে ৷ 2050 সালে তা 9.7 বিলিয়ন হবে ৷ আর 2080 সালের মধ্যে এই সংখ্যাটা 10.4 বিলিয়নের কাছে পৌঁছে যাবে ৷ 2100 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার একই থাকবে ৷
আরও পড়ুন: China COVID Vaccination : বেশিরভাগ প্রবীণের ভ্যাকসিন হয়নি, জনসংখ্য়া কমাতে নতুন ষড়যন্ত্র চিনের ?
আর এখানেই রাষ্ট্রসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, 2023 সালের মধ্যে ভারত জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে ৷ দক্ষিণ এশিয়ার এই দুই দেশেই বিশ্বের 29 শতাংশ জনসংখ্যা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ আর ভারত এবং চিন এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী থাকবে বলে রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে ৷