ETV Bharat / bharat

বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় অ্য়ামেরিকার প্রতিনিধিত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত : হর্ষ বর্ধন

গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিড্ন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য় সংস্থা থেকে অ্য়ামেরিকার সদস্য়পদ প্রত্য়াহারে কথা ঘোষণা করেন ৷

India welcomes US decision to continue participation in WHO Vardhan
বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় প্রতিনিধিত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত : হর্ষ বর্ধন
author img

By

Published : Jan 27, 2021, 10:12 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আবারও নিজেদের সদস্য়পদ ফিরিয়ে নেওয়ায় অ্য়ামেরিকাকে ধন্য়বাদ জানাল ভারত ৷ আজ বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 148 তম এগজ়িকিউটিভ বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি অ্য়ামেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ভারতের তরফ থেকে এবং হু-র এগজ়িকিউটিভ বোর্ডের সভাপতি হিসেবে, আমি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হু-তে ফেরত আসার ঘোষণাকে স্বাগত জানাই ৷’’

আজ ড. অ্য়ান্টনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল অ্য়াডভাইজ়ার হু-র এগজ়িকিউটিভ বোর্ডের সভায় বক্তব্য় রাখেন বাইডেন-হ্য়ারিসের প্রতিনিধি হিসেবে ৷ তিনি অ্য়ামেরিকার হয়ে ঘোষণা করেন, অ্য়ামেরিকা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার সদস্য় হিসেবে থাকবে এবং সংস্থার সঙ্গে সবরকম সহায়তা করে চলবে ৷’’ পাশাপাশি বিশ্বজুড়ে মানব সমাজের স্বাস্থ্য়ের খেয়াল রাখার জন্য় বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রশংসা করেন ড. অ্য়ান্টনি ফাউসি৷

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসায় বাইডেনকে ধন্য়বাদ হু প্রধানের

প্রসঙ্গত, গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিড্ন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য় সংস্থা থেকে অ্য়ামেরিকার সদস্য়পদ প্রত্য়াহারে কথা ঘোষণা করেন ৷ ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বিশ্ব জোড়া, বিশেষ করে তাঁর নিজের দেশে সমালোচিত হন ডোনাল্ড ট্রাম্প ৷

দিল্লি, 27 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আবারও নিজেদের সদস্য়পদ ফিরিয়ে নেওয়ায় অ্য়ামেরিকাকে ধন্য়বাদ জানাল ভারত ৷ আজ বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 148 তম এগজ়িকিউটিভ বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি অ্য়ামেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ভারতের তরফ থেকে এবং হু-র এগজ়িকিউটিভ বোর্ডের সভাপতি হিসেবে, আমি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হু-তে ফেরত আসার ঘোষণাকে স্বাগত জানাই ৷’’

আজ ড. অ্য়ান্টনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল অ্য়াডভাইজ়ার হু-র এগজ়িকিউটিভ বোর্ডের সভায় বক্তব্য় রাখেন বাইডেন-হ্য়ারিসের প্রতিনিধি হিসেবে ৷ তিনি অ্য়ামেরিকার হয়ে ঘোষণা করেন, অ্য়ামেরিকা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার সদস্য় হিসেবে থাকবে এবং সংস্থার সঙ্গে সবরকম সহায়তা করে চলবে ৷’’ পাশাপাশি বিশ্বজুড়ে মানব সমাজের স্বাস্থ্য়ের খেয়াল রাখার জন্য় বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রশংসা করেন ড. অ্য়ান্টনি ফাউসি৷

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসায় বাইডেনকে ধন্য়বাদ হু প্রধানের

প্রসঙ্গত, গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিড্ন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য় সংস্থা থেকে অ্য়ামেরিকার সদস্য়পদ প্রত্য়াহারে কথা ঘোষণা করেন ৷ ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বিশ্ব জোড়া, বিশেষ করে তাঁর নিজের দেশে সমালোচিত হন ডোনাল্ড ট্রাম্প ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.