ETV Bharat / bharat

PM Modi on Milk Production : বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় ভারতে, দাবি মোদির - Banas Community Radio Station

আজ গুজরাতের বনসকান্থায় বনস ডেয়ারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Milk Production) ৷

Gujarat Banas Diary Complex Inauguration
বনস ডেয়ারি কমপ্লেক্সের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Apr 19, 2022, 2:53 PM IST

বনসকান্থা (গুজরাত) , 19 এপ্রিল : বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ভারত ৷ তাই দেশবাসীকে এই শিল্পে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনদিনের সফরে গুজরাতে গিয়েছেন তিনি ৷ আজ সেখানে 'বনস ডেয়ারি কমপ্লেক্স'-এর উদ্বোধন করে তিনি জানান, ভারতে প্রতি বছর সাড়ে আট লক্ষ কোটি টাকার দুধ উৎপাদন হয় (India tops milk production in world, says PM Narendra Modi) ৷

বনসকান্থার দিয়োদরে একটি জনসভায় মোদি বলেন, "আজ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ৷ বছরে 8.5 লক্ষ কোটি টাকার দুধ উৎপাদিত হয় এখানে ৷ বিষয়টি অনেকেই খেয়াল করেন না, এমনকি বড় বড় অর্থনীতিবিদরাও নজর দেন না ৷"

আরও পড়ুন : PM Modi to inaugurate GCTM : আজ হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে প্রধানমন্ত্রী

এটাই গ্রামের অর্থনৈতিক বিকেন্দ্রিকরণের একটি উদাহরণ উল্লেখ করে মোদি বলেন, "এমনকি গম এবং চাল উৎপাদন করেও 8.5 লক্ষ কোটি টাকা টার্নওভার হয় না ৷ আর ছোটখাটো চাষিরা ডেয়ারি সেক্টরের সবচেয়ে বড় সুবিধেভোগী ৷"

স্থানীয় চাষিদের উন্নয়নে ডেয়ারি কমপ্লেক্স ছাড়া আরেকটি আলুর প্রসেসিং প্লান্টেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ অঞ্চলের গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ ৷ বনস কমিউনিটি রেডিয়ো স্টেশনটি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি ৷

বনসকান্থা (গুজরাত) , 19 এপ্রিল : বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ভারত ৷ তাই দেশবাসীকে এই শিল্পে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনদিনের সফরে গুজরাতে গিয়েছেন তিনি ৷ আজ সেখানে 'বনস ডেয়ারি কমপ্লেক্স'-এর উদ্বোধন করে তিনি জানান, ভারতে প্রতি বছর সাড়ে আট লক্ষ কোটি টাকার দুধ উৎপাদন হয় (India tops milk production in world, says PM Narendra Modi) ৷

বনসকান্থার দিয়োদরে একটি জনসভায় মোদি বলেন, "আজ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ৷ বছরে 8.5 লক্ষ কোটি টাকার দুধ উৎপাদিত হয় এখানে ৷ বিষয়টি অনেকেই খেয়াল করেন না, এমনকি বড় বড় অর্থনীতিবিদরাও নজর দেন না ৷"

আরও পড়ুন : PM Modi to inaugurate GCTM : আজ হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে প্রধানমন্ত্রী

এটাই গ্রামের অর্থনৈতিক বিকেন্দ্রিকরণের একটি উদাহরণ উল্লেখ করে মোদি বলেন, "এমনকি গম এবং চাল উৎপাদন করেও 8.5 লক্ষ কোটি টাকা টার্নওভার হয় না ৷ আর ছোটখাটো চাষিরা ডেয়ারি সেক্টরের সবচেয়ে বড় সুবিধেভোগী ৷"

স্থানীয় চাষিদের উন্নয়নে ডেয়ারি কমপ্লেক্স ছাড়া আরেকটি আলুর প্রসেসিং প্লান্টেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ অঞ্চলের গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ ৷ বনস কমিউনিটি রেডিয়ো স্টেশনটি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.