নয়াদিল্লি, 12 অক্টোবর: রুপেকে (Rupay) বিভিন্ন দেশে গ্রহণযোগ্য করার জন্য আলোচনা শুরু করেছে ভারতীয় অর্থমন্ত্রক ৷ এমনটাই জানালেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ৷ পাশাপাশি ইউপিআই (UPI), ভীম বা বিএইচআইএম অ্যাপ এবং এনসিপিআইকেও ভারতের বাইরে বিভিন্ন দেশের অর্থ ব্যবস্থায় গ্রহণযোগ্য করার ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানান ৷
প্রসঙ্গত, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন ৷ যেখানে ওই পড়ুয়া নির্মলা সীতারামনকে প্রশ্ন করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও যাতে ইউপিআই এর সুবিধা পাওয়া যায় তার জন্য কি ব্যবস্থা করবে ভারত সরকার করবে ? তাঁর সেই প্রশ্নের জবাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভারত সরকার এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে ৷ সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করছেন যে, খুব শীঘ্রই এ নিয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত নেওয়া হবে ৷ পাশাপাশি, কয়েকটি দেশ রুপেকে ছাড়পত্র দিতে উদ্যোগী হয়েছেও বলে জানান অর্থমন্ত্রী (UAE Come Forward to make Rupay Acceptable) ৷
ব্রুকিংস ইনস্টিটিউটের থিঙ্ক-ট্যাঙ্কে বিশিষ্ট অর্থনীতিবিদ ঈশ্বর প্রসাদের সঙ্গে ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়েছিলেন নির্মলা সীতারামন ৷ সেখানেই বিভিন্ন বিষয়ে আলোচনার সময় বিদেশে রুপেকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি উঠে আসে ৷ সেখানে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া অর্থমন্ত্রীকে জানান, তিনি ভারতীয় হিসাবে দেশের ইউপিআই পরিষেবা নিয়ে যথেষ্ট গর্বিতবোধ করেন ৷ এর পরেই তিনি প্রশ্ন করেন, ইউপিআই নিয়ে ভারত সরকারের ভবিষ্য পরিকল্পনা কী ? এবং বিশ্বের অন্যান্য দেশেও কী ভবিষ্যতে ভারতীয়রা ইউপিআই ব্যবহার করতে পারবেন ? বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ৷
আরও পড়ুন: 'চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 7 শতাংশের আশপাশে থাকবে', মত নির্মলার
এর জাবাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আমরা এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছি ৷ সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহী এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে ৷ এই দু’টি দেশ রুপেকে সেখানে গ্রহণযোগ্য করতে উদ্যোগী হয়েছে ৷’’ ভবিষ্যতে আরও অনেক দেশ সেই পথে হাঁটবে বলে আশাবাদী তিনি ৷ আর এতে ভারতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস তাঁর ৷