নয়াদিল্লি, 4 মে : সংবাদমাধ্যমের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে আরও অবনতি হল ভারতের ৷ নতুন প্রকাশিত রিপোর্টে, 2022 সালে বিশ্বের 180টি দেশের মধ্যে 150তম স্থানে রয়েছে ভারত ৷ এর আগে 2021 সালের রিপোর্টে দেশের জায়গা হয়েছিল 142তম স্থানে ৷ সাংবাদিকতার জন্য যে দেশগুলিকে 'খারাপ'-এর তালিকায় ফেলা হয়, তার মধ্যে রয়েছে আমাদের দেশ ৷ ব্রাজিল, রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলিও এই তালিকায় রয়েছে (India ranked 150th in World Press Freedom Index) ৷
রিপোর্টাস উইদাউট বর্ডাস বা রিপোর্টাস সানস ফ্রন্টিয়ার্সের (Reporters Without Borders) ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদি । তাঁর শাসনকালে সাংবাদিকদের বিরুদ্ধে অত্যাচার অনেক বেড়েছে ৷ শুধু দেশের সরকারই নয়, সংবাদমাধ্যমের বিরুদ্ধে হিংসায় অনেকাংশেই দায়ী তাঁর দলের সমর্থকরাও ৷ করোনা মোকাবিলার ক্ষেত্রেও সরকারের ভূমিকার সমালোচনা করায় অনেকের বিরুদ্ধেই মামলা করেছে সরকার ।
সম্প্রতি মধ্যপ্রদেশের থানায় একদল সাংবাদিককে বিবস্ত্র করার ঘটনা সামনে এসেছে । উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে সাংবাদিকদের ৷ তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণই দিতে পারছে না পুলিশ । অনেকক্ষেত্রেই তাঁদের ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দেওয়া হচ্ছে ৷ শুধু তাই নয়, অনলাইন মাধ্যমেও নিগ্রহের শিকার হচ্ছেন সাংবাদিকেরা ৷ মহিলা সাংবাদিকদের অবস্থাটা আরও শোচনীয় ৷ রিপোর্টে দেশের সরকারকে সাংবাদিকদের সঙ্গে এহেন আচরণ, বিভিন্ন ক্ষেত্রে তাঁদের টার্গেট করা, অযাচিত আক্রমণ কমাতেও বলা হয়েছে ৷
-
#RSFIndex: RSF unveils its 2022 World #PressFreedom Index
— RSF (@RSF_inter) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
1: Norway🇳🇴
2: Denmark🇩🇰
3: Sweden🇸🇪
16: Germany🇩🇪
24: UK🇬🇧
26: France🇫🇷
42: USA🇺🇸
58: Italy🇮🇹
71: Japan🇯🇵
110: Brazil🇧🇷
134: Algeria🇩🇿
150: India🇮🇳
178: Iran🇮🇷
179: Eritrea🇪🇷
180: North Korea🇰🇵https://t.co/fdZ3RWSFjN pic.twitter.com/rV2i3sPmwW
">#RSFIndex: RSF unveils its 2022 World #PressFreedom Index
— RSF (@RSF_inter) May 3, 2022
1: Norway🇳🇴
2: Denmark🇩🇰
3: Sweden🇸🇪
16: Germany🇩🇪
24: UK🇬🇧
26: France🇫🇷
42: USA🇺🇸
58: Italy🇮🇹
71: Japan🇯🇵
110: Brazil🇧🇷
134: Algeria🇩🇿
150: India🇮🇳
178: Iran🇮🇷
179: Eritrea🇪🇷
180: North Korea🇰🇵https://t.co/fdZ3RWSFjN pic.twitter.com/rV2i3sPmwW#RSFIndex: RSF unveils its 2022 World #PressFreedom Index
— RSF (@RSF_inter) May 3, 2022
1: Norway🇳🇴
2: Denmark🇩🇰
3: Sweden🇸🇪
16: Germany🇩🇪
24: UK🇬🇧
26: France🇫🇷
42: USA🇺🇸
58: Italy🇮🇹
71: Japan🇯🇵
110: Brazil🇧🇷
134: Algeria🇩🇿
150: India🇮🇳
178: Iran🇮🇷
179: Eritrea🇪🇷
180: North Korea🇰🇵https://t.co/fdZ3RWSFjN pic.twitter.com/rV2i3sPmwW
আরও পড়ুন : 'সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি বন্ধ হোক'
180 দেশের তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে ৷ তারপরে আছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের নাম ৷ শুধু ভারত নয়, নেপাল ছাড়া সমস্ত প্রতিবেশী রাষ্ট্রেরই সূচকে অবনতি হয়েছে ৷ পাকিস্তান 157তম, শ্রীলঙ্কা 146তম, বাংলাদেশ 162তম এবং মায়নমার 176তম স্থান পেয়েছে । একমাত্র নেপাল 30 ধাপ উপরে উঠে 76তম স্থানে রয়েছে । গত বছর এই সূচকে নেপাল 106তম, পাকিস্তান 145তম, শ্রীলঙ্কা 127তম, বাংলাদেশ 152তম এবং মায়ানমার 140তম স্থানে ছিল।
প্রসঙ্গত, ওই রিপোর্টে 5 ধাপ নেমে 155 নম্বর স্থানে রয়েছে রাশিয়া ৷ 177 থেকে 175 নম্বরে উঠে এসেছে চিন ৷