নয়াদিল্লি, 9 অগস্ট : গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 35 হাজার 499 জন ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 39 হাজার 70 জন ৷ গতকাল সংক্রমণ বাড়লেও আজ ফের কিছুটা কমল সংক্রমণ ৷ একদিনে সংক্রমণ কমল প্রায় চার হাজারের কাছাকাছি ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 447 জন করোনা আক্রান্তের ৷ করোনার সুস্থতার হার 97.40 শতাংশ ৷
আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 35 হাজার 499 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 19 লাখ 69 হাজার 954 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 447 জনের ৷
দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 28 হাজার 309 ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 2 হাজার 188 জন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বিস্তারিত আসছে...