নয়াদিল্লি, 31 অগস্ট : ফের নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ ৷ একদিনে 43 হাজার থেকে কমে সংক্রমণ পৌঁছল প্রায় 31 হাজারের দোরগোড়ায় ৷ সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ তবে গোটা দেশে প্রায় 31 হাজার সংক্রমণের নিরিখে কেরালা একাই সাড়ে উনিশ হাজার ৷ গতকাল কেরালায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 622 জন ৷ মৃত্যু হয়েছে 132 জনের ৷
আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 30 হাজার 941 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সংখ্যাটা ছিল 42 হাজার 909 জন ৷ সামান্য কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 350 জনের ৷ গতকাল যা ছিল 380 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 38 হাজার 560 জন ৷
বাড়ল দৈনিক সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 36 হাজার 275 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 34 হাজার 763 ৷ এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন 3 কোটি 19 লাখ 59 হাজার 680 জন ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে 3 লাখ 70 হাজার 640 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 64 কোটি 5 লাখ 28 হাজার 644টি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ৷
দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : Corona in west Bengal : গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 510, মৃত 11