ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক সংক্রমণ বেড়ে পৌঁছল 9 হাজারে

ফের বাড়ল সংক্রমণ ৷ 24 ঘণ্টায় এক হাজার বেড়ে আট হাজার থেকে প্রায় সাড়ে নয় হাজারের দোরগোড়ায় পৌঁছল দেশের দৈনিক সংক্রমণ (Corona Update in India) ৷

covid in india
ভারতে করোনা পরিস্থিতির আপডেট
author img

By

Published : Dec 9, 2021, 9:40 AM IST

Updated : Dec 9, 2021, 9:57 AM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : গতকালের তুলনায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা (Corona Update in India) ৷ 8 হাজার 439 থেকে গত 24 ঘণ্টায় এক হাজার বেড়ে একলাফে 9 হাজার 419-এ পৌঁছল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে সংক্রমণ বাড়লেও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 159 জন ৷ আগের দিন যা ছিল 195 ৷ এখনও পর্যন্ত গোটা দেশে 4 লাখ 74 হাজার 111 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, সামান্য কমেছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 8 হাজার 251 জন ৷ আগের দিন যা ছিল 9 হাজার 525 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 40 লাখ 97 হাজার 388 জন ৷

সামান্য বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 94 হাজার 742 জন ৷ আগের দিন যা ছিল 93 হাজার 733 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 130.39 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

করোনা সংক্রমণ কমলেও এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফেই বারবার এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : নাম নথিভুক্ত করে সরাসরি কেন্দ্রে গিয়ে নেওয়া যাবে করোনা ভ্য়াকসিন

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : গতকালের তুলনায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা (Corona Update in India) ৷ 8 হাজার 439 থেকে গত 24 ঘণ্টায় এক হাজার বেড়ে একলাফে 9 হাজার 419-এ পৌঁছল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে সংক্রমণ বাড়লেও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 159 জন ৷ আগের দিন যা ছিল 195 ৷ এখনও পর্যন্ত গোটা দেশে 4 লাখ 74 হাজার 111 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, সামান্য কমেছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 8 হাজার 251 জন ৷ আগের দিন যা ছিল 9 হাজার 525 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 40 লাখ 97 হাজার 388 জন ৷

সামান্য বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 94 হাজার 742 জন ৷ আগের দিন যা ছিল 93 হাজার 733 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 130.39 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

করোনা সংক্রমণ কমলেও এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফেই বারবার এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : নাম নথিভুক্ত করে সরাসরি কেন্দ্রে গিয়ে নেওয়া যাবে করোনা ভ্য়াকসিন

Last Updated : Dec 9, 2021, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.