ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ 8 হাজারের ঘরে, 287 দিনে সর্বনিম্ন - India reports 8865 new COVID cases on 16 November as per Ministry of Health

দৈনিক করোনা সংক্রমণে প্রায় নজির গড়ল ভারত ৷ স্বাস্থ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশজুড়ে করোনা সংক্রমণের সংখ্যা 8 হাজারের ঘরে পৌঁছেছে ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 16, 2021, 10:29 AM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর : এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল প্রায় দেড় হাজারের কাছাকাছি ৷ মঙ্গলবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 865 জন, যা গত 287 দিনে সর্বনিম্ন ৷ আগের দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 10 হাজার 229 ৷ এবার সেই সংক্রমণ 10 হাজারের নিচে নামল ৷ এনিয়ে মোট 3 কোটি 44 লক্ষ 56 হাজার 401 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

সামান্য বেড়েছে মৃত্যু ৷ এদিন সকালের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 197 জন ৷ এর আগের দিন মৃতের সংখ্যা ছিল 125 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 63 হাজার 852 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট কমায় রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

সকাল 8টার রিপোর্টে প্রকাশের সময় অবধি সুস্থ হয়েছেন 11 হাজার 971 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 926 ৷ তাই খুব একটা হেরফের হয়নি সুস্থতার সংখ্যায় ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 98.27 শতাংশ, যা 2020-র মার্চের পর সবচেয়ে বেশি, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এপর্যন্ত দেশে মোট সুস্থ হলেন 3 কোটি 38 লক্ষ 61 হাজার 756 জন ৷

তবে দেশের দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কেরালায় ৷ গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 4 হাজার 547 জন ৷ সুস্থ হয়েছেন 6 হাজার 866 জন আর মারা গিয়েছেন 57 জন ৷

সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে (Active Case) সক্রিয় রোগীর মোট সংখ্যা 1 লক্ষ 30 হাজার 793, যা মোট সংক্রমণের 0.38 শতাংশ ৷ এই সংখ্যা বিগত 525 দিনে সবচেয়ে কম ৷ বিগত 39 দিন ধরে একটানা 20 হাজারের নিচে এবং 142 দিন লাগাতার 50 হাজারের নিচে রয়েছে করোনার দৈনিক সংক্রমণ ৷ এখনও পর্যন্ত দেশে 112 কোটি 97 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 16 নভেম্বর : এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল প্রায় দেড় হাজারের কাছাকাছি ৷ মঙ্গলবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 865 জন, যা গত 287 দিনে সর্বনিম্ন ৷ আগের দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 10 হাজার 229 ৷ এবার সেই সংক্রমণ 10 হাজারের নিচে নামল ৷ এনিয়ে মোট 3 কোটি 44 লক্ষ 56 হাজার 401 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

সামান্য বেড়েছে মৃত্যু ৷ এদিন সকালের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 197 জন ৷ এর আগের দিন মৃতের সংখ্যা ছিল 125 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 63 হাজার 852 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট কমায় রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

সকাল 8টার রিপোর্টে প্রকাশের সময় অবধি সুস্থ হয়েছেন 11 হাজার 971 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 926 ৷ তাই খুব একটা হেরফের হয়নি সুস্থতার সংখ্যায় ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 98.27 শতাংশ, যা 2020-র মার্চের পর সবচেয়ে বেশি, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এপর্যন্ত দেশে মোট সুস্থ হলেন 3 কোটি 38 লক্ষ 61 হাজার 756 জন ৷

তবে দেশের দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কেরালায় ৷ গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 4 হাজার 547 জন ৷ সুস্থ হয়েছেন 6 হাজার 866 জন আর মারা গিয়েছেন 57 জন ৷

সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে (Active Case) সক্রিয় রোগীর মোট সংখ্যা 1 লক্ষ 30 হাজার 793, যা মোট সংক্রমণের 0.38 শতাংশ ৷ এই সংখ্যা বিগত 525 দিনে সবচেয়ে কম ৷ বিগত 39 দিন ধরে একটানা 20 হাজারের নিচে এবং 142 দিন লাগাতার 50 হাজারের নিচে রয়েছে করোনার দৈনিক সংক্রমণ ৷ এখনও পর্যন্ত দেশে 112 কোটি 97 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.