ETV Bharat / bharat

Corona in India : করোনায় একধাক্কায় অনেকটাই কমল মৃত্যু - corona latest news

দেশে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে ৷ গত 24 ঘণ্টাতে দেশে সামান্য কমল সংক্রমণ ও মৃত্যু (Daily Covid cases in India) ৷

Corona in India
সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
author img

By

Published : Nov 29, 2021, 10:12 AM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর : সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Minister) প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 309 জন (Daily Covid cases in India) ৷

তার আগের দিন এই সংখ্যাটা ছিল 8 হাজার 774 জন ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হলেন 3 কোটি 45 লক্ষ 80 হাজার 832 জন ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 236 জন মারা গিয়েছেন ৷ তার আগের দিন 621 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 68 হাজার 790 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷ মৃত্যুর হার 1.36% ৷

তবে বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে 24 ঘণ্টায় 9 হাজার 905 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 9 হাজার 481 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ দেশে মোট 3 কোটি 40 লক্ষ 08 হাজার 183 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ আজ সকালের রিপোর্টের পর দেশে মোট সক্রিয় রোগী 1 লক্ষ 03 হাজার 859 জন ৷ সুস্থতার হার 98.34% ৷

আরও পড়ুন: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

কেরালায় দৈনিক করোনা সংক্রমণ হয়েছে 4 হাজার 350 জন ৷ মারা গিয়েছেন 159 জন ৷ বিগত 51 দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ 20 হাজারের নিচে এবং 154 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ ৷

নয়াদিল্লি, 29 নভেম্বর : সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Minister) প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 309 জন (Daily Covid cases in India) ৷

তার আগের দিন এই সংখ্যাটা ছিল 8 হাজার 774 জন ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হলেন 3 কোটি 45 লক্ষ 80 হাজার 832 জন ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 236 জন মারা গিয়েছেন ৷ তার আগের দিন 621 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 68 হাজার 790 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷ মৃত্যুর হার 1.36% ৷

তবে বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে 24 ঘণ্টায় 9 হাজার 905 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 9 হাজার 481 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ দেশে মোট 3 কোটি 40 লক্ষ 08 হাজার 183 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ আজ সকালের রিপোর্টের পর দেশে মোট সক্রিয় রোগী 1 লক্ষ 03 হাজার 859 জন ৷ সুস্থতার হার 98.34% ৷

আরও পড়ুন: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

কেরালায় দৈনিক করোনা সংক্রমণ হয়েছে 4 হাজার 350 জন ৷ মারা গিয়েছেন 159 জন ৷ বিগত 51 দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ 20 হাজারের নিচে এবং 154 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.