ETV Bharat / bharat

Corona Update in India: 4 মাস বাদে করোনা আক্রান্ত সাতশোর বেশি, ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ - বাড়ছে করোনা সংক্রমণ

ঋতু বদলের সময় দেশে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ ৷ গত বেশ কয়েক মাস বাদে এবার সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে ৷ সঙ্গে দোসর নতুন ইনফ্লুয়েঞ্জা (Coronavirus infection surge) ৷

Covid 19
করোনা সংক্রমণ
author img

By

Published : Mar 16, 2023, 1:12 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: দেশে খানিকটা হলেও বাড়ছে করোনা সংক্রমণ । তেমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট ৷ বৃহস্পতিবার সকাল 8টায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন 754 জন ৷ 4 মাস বাদে 700 ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (active caseload) 4 হাজার 623 জন ৷ এর আগে 2022 সালের 12 নভেম্বর 734 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ তারপর থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করেছিল (India logs 754 new Covid cases in a day) ৷

এদিন সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 30 হাজার 790 ৷ গত 24 ঘণ্টায় কেরলে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা 4 কোটি 46 লক্ষ 92 হাজার 710 ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ দেশে কোভিড-19 সুস্থতার হার (COVID-19 recovery rate) 98.80 শতাংশ ৷ এখনও পর্যন্ত 220 কোটি 64 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 vaccination drive) দেওয়া হয়েছে ৷

এর মধ্যে দেশে H3N2 ভাইরাসে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ৷ জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) প্রকাশিত বুলেটিন অনুযায়ী বুধবার রাতে অসমে প্রথম H3N2 সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ আক্রান্তকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এনএইচএম জানিয়েছে, "বিশ্বজুড়ে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়ে চলেছে ৷ এটি বছরের বিশেষ সময় ঘটে ৷ ভারতে দু'টি সময়ে ঋতুকালীন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ চরম পর্যায়ে পৌঁছয় ৷ একটি জানুয়ারি থেকে মার্চ এবং আরেকটি বর্ষাকাল শেষ হওয়ার পর ৷" তবে মার্চের শেষ দিকে এই বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ এনএইচএম জানিয়েছে, সর্দি, কাশি, হাঁচিত থেকে ড্রপলেট চারপাশে ছড়িয়ে পড়ে ৷ তাতে আক্রান্ত হন আরেক ব্যক্তি ৷ এভাবে একজনের থেকে ইনফ্লুয়েঞ্জা আরেক ব্যক্তিতে সংক্রামিত হয় ৷

আরও পড়ুন: ভয় ধরাচ্ছে এইচ3এন2 ইনফ্লুয়েঞ্জা, দেশে প্রথম মৃত্যু

নয়াদিল্লি, 16 মার্চ: দেশে খানিকটা হলেও বাড়ছে করোনা সংক্রমণ । তেমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট ৷ বৃহস্পতিবার সকাল 8টায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন 754 জন ৷ 4 মাস বাদে 700 ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (active caseload) 4 হাজার 623 জন ৷ এর আগে 2022 সালের 12 নভেম্বর 734 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ তারপর থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করেছিল (India logs 754 new Covid cases in a day) ৷

এদিন সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 30 হাজার 790 ৷ গত 24 ঘণ্টায় কেরলে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা 4 কোটি 46 লক্ষ 92 হাজার 710 ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ দেশে কোভিড-19 সুস্থতার হার (COVID-19 recovery rate) 98.80 শতাংশ ৷ এখনও পর্যন্ত 220 কোটি 64 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 vaccination drive) দেওয়া হয়েছে ৷

এর মধ্যে দেশে H3N2 ভাইরাসে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ৷ জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) প্রকাশিত বুলেটিন অনুযায়ী বুধবার রাতে অসমে প্রথম H3N2 সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ আক্রান্তকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এনএইচএম জানিয়েছে, "বিশ্বজুড়ে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়ে চলেছে ৷ এটি বছরের বিশেষ সময় ঘটে ৷ ভারতে দু'টি সময়ে ঋতুকালীন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ চরম পর্যায়ে পৌঁছয় ৷ একটি জানুয়ারি থেকে মার্চ এবং আরেকটি বর্ষাকাল শেষ হওয়ার পর ৷" তবে মার্চের শেষ দিকে এই বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ এনএইচএম জানিয়েছে, সর্দি, কাশি, হাঁচিত থেকে ড্রপলেট চারপাশে ছড়িয়ে পড়ে ৷ তাতে আক্রান্ত হন আরেক ব্যক্তি ৷ এভাবে একজনের থেকে ইনফ্লুয়েঞ্জা আরেক ব্যক্তিতে সংক্রামিত হয় ৷

আরও পড়ুন: ভয় ধরাচ্ছে এইচ3এন2 ইনফ্লুয়েঞ্জা, দেশে প্রথম মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.