নয়াদিল্লি, 18 ডিসেম্বর : স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন (Health Ministry) অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 7 হাজার 145 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 7,145 new COVID19 cases in the last 24 hours) ৷ তাই সামান্য কমল দৈনিক সংক্রমণ ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 447 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 41 লক্ষ 71 হাজার 471 জন করোনা সংক্রামিত হলেন ৷
বুলেটিন প্রকাশের সময় পর্যন্ত গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 289 জন ৷ তার আগের দিন 391 জন করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 77 হাজার 158 জনের মৃত্যু হল ৷
আরও পড়ুন : Omicron in India : ভারতে ওমিক্রনের সেঞ্চুরি, দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা কেন্দ্রের
বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় 8 হাজার 706 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ তার আগের দিন 7 হাজার 886 জন সুস্থ হয়েছিলেন ৷ এ নিয়ে দেশে 3 কোটি 41 লক্ষ 71 হাজার 471 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷
দেশে এখনও পর্যন্ত 136 কোটি 66 লক্ষ 05 হাজার 173 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
এদিকে দেশে বেড়ে চলেছে ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিতের সংখ্যা ৷ শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের মোট 11টি রাজ্যে 101 জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে ৷ গবেষণা জানাচ্ছে, পূর্বসূরি ডেল্টা ভ্য়ারিয়্যান্ট এবং করোনার আদিমতম সংস্করণের তুলনায় প্রায় 70 গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ওমিক্রনের সংক্রমণ ৷ দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে তার প্রমাণ মিলতে শুরু করেছে ৷ এই অবস্থায় দেশে যাতে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি না হয়, সেই জন্য দেশবাসীকে অপ্রয়োজনে ঘোরাফেরা না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র ৷ একইসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানেও সতর্ক থাকার আবদেন করা হয়েছে ৷