ETV Bharat / bharat

Corona Update in India : করোনা সংক্রমণ 6 হাজারে, ওমিক্রনে আক্রান্ত 213

করোনা সংক্রমণ এখন 5 থেকে 6 হাজারের মধ্যে ওঠানামা করছে (India reports 6317 new Covid cases in last 24 hours) ৷ কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ৷ ডেল্টার থেকে তিনগুণ বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়্যান্টের ৷

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Dec 22, 2021, 10:14 AM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর : কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 6 হাজার 317 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 6,317 new Covid cases in last 24 hours) ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 5 হাজার 326 জন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 58 হাজার 481 জন করোনা সংক্রামিত হলেন ৷

বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 318 জন ৷ তার আগের দিন 453 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ তাই সামান্য কমেছে মৃত্যু ৷ এ পর্যন্ত দেশে 4 লক্ষ 78 হাজার 325 জনের মৃত্যু হল ৷

আরও পড়ুন : WHO Warning On Omicron: ওমিক্রনের বাড়-বাড়ন্তে বাড়ছে উদ্বেগ, বুস্টারে জোর হু-র

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 6 হাজার 906 জন করোনা আক্রান্ত ৷ এর আগের দিন 8 হাজার 043 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে এখনও অবধি 3 কোটি 42 লক্ষ 1 হাজার 966 জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন ৷

দেশে এখনও পর্যন্ত 138 কোটি 96 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত (Omicron infection) রোগীর সংখ্যা 213 ৷ এর মধ্যে দিল্লি আর মহারাষ্ট্রে যথাক্রম 57 এবং 54 জনের খোঁজ পাওয়া গিয়েছে ৷ 90 জন ওমিক্রন সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷

নয়াদিল্লি, 22 ডিসেম্বর : কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 6 হাজার 317 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 6,317 new Covid cases in last 24 hours) ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 5 হাজার 326 জন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 58 হাজার 481 জন করোনা সংক্রামিত হলেন ৷

বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 318 জন ৷ তার আগের দিন 453 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ তাই সামান্য কমেছে মৃত্যু ৷ এ পর্যন্ত দেশে 4 লক্ষ 78 হাজার 325 জনের মৃত্যু হল ৷

আরও পড়ুন : WHO Warning On Omicron: ওমিক্রনের বাড়-বাড়ন্তে বাড়ছে উদ্বেগ, বুস্টারে জোর হু-র

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 6 হাজার 906 জন করোনা আক্রান্ত ৷ এর আগের দিন 8 হাজার 043 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে এখনও অবধি 3 কোটি 42 লক্ষ 1 হাজার 966 জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন ৷

দেশে এখনও পর্যন্ত 138 কোটি 96 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত (Omicron infection) রোগীর সংখ্যা 213 ৷ এর মধ্যে দিল্লি আর মহারাষ্ট্রে যথাক্রম 57 এবং 54 জনের খোঁজ পাওয়া গিয়েছে ৷ 90 জন ওমিক্রন সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.