নয়াদিল্লি, 30 জুন : দেশে কিছুটা বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus in India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 45 হাজার 951 জন ৷ কমেছে সক্রিয় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 817 জনের ৷ সুস্থতার হার আরও বেড়ে হয়েছে 96.92 শতাংশ ৷
মঙ্গলবার দেশে এক লাফে অনেকটাই নেমে যায় করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত হন 37 হাজার 566 জন ৷ 102 দিন পর দেশে দৈনিক সংক্রমণ নেমে যায় 40 হাজারের নিচে ৷ তবে সেই সংখ্যাটা আজ কিছুটা বেড়েছে ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 45 হাজার 951 জন ৷ সংক্রমণ বাড়লেও আজ কমেছে মৃতের সংখ্যাও ৷ মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল 907 জনের ৷ তবে গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 817 জন ৷
আরও পড়ুন: 102 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে
স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 3 লাখ 62 হাজার 848 জন ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 98 হাজার 454 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 5 লাখ 37 হাজার 64 জন ৷
গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 60 হাজার 729 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 94 লাখ 27 হাজার 330 জন ৷ সুস্থতার হার বর্তমানে 96.92% ৷
আরও পড়ুন: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, গত 24 ঘণ্টায় আক্রান্ত 46 হাজার, মৃত 979
এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 33 কোটি 28 লাখ 54 হাজার 527টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 36 লাখ 51 হাজার 983 জনের টিকাকরণ হয়েছে ৷ গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে গিয়েছে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক ৷ সেখানে সোমবার পর্যন্ত 32 কোটি 33 লাখ 27 হাজার 328টি ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয় ৷ আর সোমবার পর্যন্ত এ দেশে 32 কোটি 36 লাখ 63 হাজার 297টি টিকার ডোজ পেয়েছিল মানুষ ৷