নয়া দিল্লি, 3 জুলাই : দেশে আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus In India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 111 জন ৷ গতকালের তুলনায় প্রায় 5 শতাংশ কম ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 46 হাজার 617 জন ৷ কমেছে মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 738 ৷ গতকাল সংখ্যাটা ছিল 853 জন ৷ কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷
গত মঙ্গলবার 37 হাজারে নেমে গিয়েছিল দেশে করোনার দৈনিক সংক্রমণ ৷ 102 দিন পর দেশে দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে নামে ৷ তবে আবারও পরপর দু দিন বেশ কিছুটা বাড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ বুধবার দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছিল 45 হাজার 951 জন ৷ বৃহস্পতিবার তা আরও কিছুটা বেড়ে 48 হাজার 786 জন হয়ে যায় ৷ তবে, গতকাল অনেকটাই কমে আক্রান্তের সংখ্যা ৷ এদিকে, স্বস্তি দিচ্ছে আজকের হিসেবও ৷ পরপর দুইদিন করোনায় দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে ৷
আরও পড়ুন, Coronavirus India: দেশে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু, কমেছে সক্রিয় রোগীও
স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 2 হাজার 362 জন ৷ মোট মৃতের সংখ্যা গতকালই চার লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 1 হাজার 50 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 95 হাজার 533 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 57 হাজার 477 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 96 লাখ 5 হাজার 779 জন ৷
আরও পড়ুন, এবার গর্ভবতী মহিলাদের টিকাকরণ, ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রক
এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 34 কোটি 46 লাখ 11 হাজার 291টি ডোজ় দেওয়া হয়েছে ৷ গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে যায় ভারত ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷