ETV Bharat / bharat

Coronavirus India : দেশে সামান্য বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু - কমল মৃত্যু

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 41 হাজার 831 ৷ গতকালের থেকে কিছুটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ তবে কমল মৃত্যু ৷

Coronavirus India
Coronavirus India
author img

By

Published : Aug 1, 2021, 10:07 AM IST

Updated : Aug 1, 2021, 10:42 AM IST

নয়াদিল্লি, 1 অগস্ট : ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ কিন্তু কিছুটা কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 41 হাজার 831 ৷ গতকাল করোনায় আক্রান্তের সংখ্যাটা ছিল 41 হাজার 649 ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 39 হাজার 258 জন ৷ দেশে এখন সুস্থতার হার 97.36 শতাংশ ৷ তবে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কম ৷ মৃত্যু হয়েছে 541 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 593 ৷

গতকালের থেকে আজ সংক্রমণ বেড়েছে কিন্তু কমেছে মৃত্যু ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 41 হাজার 831 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 16 লাখ 55 হাজার 824 ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 541 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 24 হাজার 351 ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 10 হাজার 952 ৷

আরও পড়ুন : Covaxin: শহরে ফের শুরু কোভ্যাকসিনের টিকাকরণ, লম্বা লাইন কেন্দ্রগুলিতে

এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 8 লাখ 20 হাজার 521 জন ৷ এখনও পর্যন্ত মোট 47 কোটি 2 লাখ 98 হাজার 596 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 1 অগস্ট : ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ কিন্তু কিছুটা কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 41 হাজার 831 ৷ গতকাল করোনায় আক্রান্তের সংখ্যাটা ছিল 41 হাজার 649 ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 39 হাজার 258 জন ৷ দেশে এখন সুস্থতার হার 97.36 শতাংশ ৷ তবে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কম ৷ মৃত্যু হয়েছে 541 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 593 ৷

গতকালের থেকে আজ সংক্রমণ বেড়েছে কিন্তু কমেছে মৃত্যু ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 41 হাজার 831 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 16 লাখ 55 হাজার 824 ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 541 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 24 হাজার 351 ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 10 হাজার 952 ৷

আরও পড়ুন : Covaxin: শহরে ফের শুরু কোভ্যাকসিনের টিকাকরণ, লম্বা লাইন কেন্দ্রগুলিতে

এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 8 লাখ 20 হাজার 521 জন ৷ এখনও পর্যন্ত মোট 47 কোটি 2 লাখ 98 হাজার 596 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Aug 1, 2021, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.