নয়াদিল্লি, 8 মার্চ : স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 3 হাজার 993 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 4 হাজার 362 (India reports 3993 new COVID cases in last 24 hours) ৷ তাই কিছুটা কমল করোনা সংক্রমণ ৷ টানা দু'দিন ধরে দৈনিক সংক্রমণ 5 হাজারের নিচেই রয়েছে ৷ এ নিয়ে দেশে মোট করোনা সংক্রামিত হলেন 4 কোটি 29 লক্ষ 71 হাজার 308 জন ৷
বেড়েছে করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 108 জন ৷ আগের দিন মৃতের সংখ্যাটা ছিল 66 জন ৷ দেশে এখনও পর্যন্ত 5 কোটি 15 লক্ষ 210 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ করোনা সংক্রমণের দৈনিক হার (Daily positivity rate) 0.46 শতাংশ ৷ বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 49 হাজার 948 জন ৷
-
COVID19 | India registers 3,993 new cases and 108 deaths in the last 24 hours; Active cases stand at 49,948 pic.twitter.com/XvT64ZGZ31
— ANI (@ANI) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">COVID19 | India registers 3,993 new cases and 108 deaths in the last 24 hours; Active cases stand at 49,948 pic.twitter.com/XvT64ZGZ31
— ANI (@ANI) March 8, 2022COVID19 | India registers 3,993 new cases and 108 deaths in the last 24 hours; Active cases stand at 49,948 pic.twitter.com/XvT64ZGZ31
— ANI (@ANI) March 8, 2022
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ আরও কমল
গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 8 হাজার 55 জন ৷ আগের দিন 9 হাজার 620 জন সুস্থ হয়েছিলেন ৷ সুস্থতার হার 98.68 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লক্ষ 6 হাজার 150 জন ৷ এখনও পর্যন্ত দেশে 179 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে ৷