ETV Bharat / bharat

Corona in India : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 535 - covid 19 in india

কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 39 হাজার 742 জন ৷ সামান্য কমল মৃত্যু ৷

করোনা
করোনা
author img

By

Published : Jul 25, 2021, 10:10 AM IST

নয়া দিল্লি, 25 জুলাই : গতকালের তুলনায় আজ সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 39 হাজার 742 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 39 হাজার 97 জন ৷ সামান্য কমল মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 535 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 546 জন ৷ দেশে গত বুধবার অনেকটাই বেড়েছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 39 হাজার 742 জন ৷

আজ কিছুটা কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 535 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 20 হাজার 551 জন ৷

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 3 কোটি 5 লাখ 43 হাজার 138 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 8 হাজার 212 জন ৷ সারা দেশে এখনও পর্যন্ত করোনার টিকার 43 কোটি 31 লাখ 50 হাজার 864 টি ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ডবল স্কালস নৌকা বাইচের সেমিফাইনালে ভারতীয় জুটি

নয়া দিল্লি, 25 জুলাই : গতকালের তুলনায় আজ সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 39 হাজার 742 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 39 হাজার 97 জন ৷ সামান্য কমল মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 535 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 546 জন ৷ দেশে গত বুধবার অনেকটাই বেড়েছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 39 হাজার 742 জন ৷

আজ কিছুটা কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 535 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 20 হাজার 551 জন ৷

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 3 কোটি 5 লাখ 43 হাজার 138 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 8 হাজার 212 জন ৷ সারা দেশে এখনও পর্যন্ত করোনার টিকার 43 কোটি 31 লাখ 50 হাজার 864 টি ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ডবল স্কালস নৌকা বাইচের সেমিফাইনালে ভারতীয় জুটি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.