ETV Bharat / bharat

Coronavirus India : দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, মৃত্যুও কমে চারশোর ঘরে - করোনাভাইরাস আপডেট

দেশে সামান্য কমল করোনার (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হন 39 হাজার 361 জন ৷ কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 416 জনের ৷

India reports 39,361 new COVID cases, 416 deaths in the last 24 hours
দেশে সামান্য বাড়ল করোনা সংক্রমণ, কমল মৃত্যু
author img

By

Published : Jul 26, 2021, 9:40 AM IST

Updated : Jul 26, 2021, 10:14 AM IST

নয়াদিল্লি, 26 জুলাই : দেশে সামান্য কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 39 হাজার 361 জন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 39 হাজার 742 জন ৷ আবার আজ আরও কিছুটা কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 416 জনের ৷ রবিবার করোনার বলি হয়েছিলেন 535 জন ৷

পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর দেশে কিছুটা কমল করোনার সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 39 হাজার 361 জন ৷ মৃতের সংখ্যাও কমে ফের 400-র ঘরে নেমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 416 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 20 হাজার 967 জন ৷

আরও পড়ুন: সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 535

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 11 হাজার 189 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 5 লাখ 79 হাজার 106 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.35 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত 24 ঘণ্টায় 18 লক্ষ 99 হাজার 874 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 43 কোটি 51 লক্ষ 96 হাজার 1টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 500 টিকা নিতে লাইনে অপেক্ষা দেড় হাজারের ! বিশৃঙ্খলা পাহাড়ের টিকাকেন্দ্রে

এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণ সর্বাধিক কেরালাতে ৷ সেখানে গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 17 হাজার 466 জন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 66 জনের ৷ মোট আক্রান্তের নিরিখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র ৷ সেখানে নতুন করে আরও 6 হাজার 843 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসে প্রাণ গিয়েছে 123 জনের ৷ সর্বাধিক জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে মোটে একজনের ৷ আজ থেকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলছে পঞ্জাব সরকার ৷ এ দিকে, গোয়া সরকার 2 অগস্ট পর্যন্ত কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷

নয়াদিল্লি, 26 জুলাই : দেশে সামান্য কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 39 হাজার 361 জন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 39 হাজার 742 জন ৷ আবার আজ আরও কিছুটা কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 416 জনের ৷ রবিবার করোনার বলি হয়েছিলেন 535 জন ৷

পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর দেশে কিছুটা কমল করোনার সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 39 হাজার 361 জন ৷ মৃতের সংখ্যাও কমে ফের 400-র ঘরে নেমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 416 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 20 হাজার 967 জন ৷

আরও পড়ুন: সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 535

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 11 হাজার 189 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 5 লাখ 79 হাজার 106 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.35 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত 24 ঘণ্টায় 18 লক্ষ 99 হাজার 874 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 43 কোটি 51 লক্ষ 96 হাজার 1টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 500 টিকা নিতে লাইনে অপেক্ষা দেড় হাজারের ! বিশৃঙ্খলা পাহাড়ের টিকাকেন্দ্রে

এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণ সর্বাধিক কেরালাতে ৷ সেখানে গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 17 হাজার 466 জন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 66 জনের ৷ মোট আক্রান্তের নিরিখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র ৷ সেখানে নতুন করে আরও 6 হাজার 843 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসে প্রাণ গিয়েছে 123 জনের ৷ সর্বাধিক জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে মোটে একজনের ৷ আজ থেকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলছে পঞ্জাব সরকার ৷ এ দিকে, গোয়া সরকার 2 অগস্ট পর্যন্ত কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷

Last Updated : Jul 26, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.