ETV Bharat / bharat

Corona update : দেশে দৈনিক করোনা সংক্রমণ চল্লিশ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু প্রায় দ্বিগুণ - স্বাস্থ্যমন্ত্রক

দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছল প্রায় 38 হাজারের দোরগোড়ায় ৷ পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুও ৷

corona pandemic
Corona update
author img

By

Published : Aug 25, 2021, 10:33 AM IST

নয়াদিল্লি, 25 অগস্ট : ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ 25 হাজার থেকে বেড়ে দৈনিক সংক্রমণ দাঁড়াল 38 হাজারের কাছাকাছি ৷ সংক্রমণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 648 জনের ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 37 হাজার 593 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 25 হাজার 467 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 25 লাখ 12 হাজার 366 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 22 হাজার 327। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷

আরও পড়ুন : Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 648 জনের ৷ গতকাল যা ছিল 354 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা 4 লাখ 35 হাজার 758 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 34 হাজার 169 জন ৷ এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 17 লাখ 54 হাজার 281 জন ।

নয়াদিল্লি, 25 অগস্ট : ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ 25 হাজার থেকে বেড়ে দৈনিক সংক্রমণ দাঁড়াল 38 হাজারের কাছাকাছি ৷ সংক্রমণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 648 জনের ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 37 হাজার 593 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 25 হাজার 467 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 25 লাখ 12 হাজার 366 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 22 হাজার 327। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷

আরও পড়ুন : Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 648 জনের ৷ গতকাল যা ছিল 354 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা 4 লাখ 35 হাজার 758 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 34 হাজার 169 জন ৷ এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 17 লাখ 54 হাজার 281 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.