নয়া দিল্লি, 18 অগস্ট : একদিনে এক হাজারের উপর বাড়ল সংক্রমণ ৷ 35 হাজারের গণ্ডি পেরিয়ে আক্রান্তের সংখ্যা পেরোল 36 হাজার ৷ সংক্রমণের পাশাপাশি বাড়ল মৃত্যুও ৷ একদিনে প্রায় 100 জন বেড়েছে মৃতের সংখ্যা ৷ গতকালের মৃতের সংখ্যা 440 ছাড়িয়ে আজ তা পৌঁছল 530 জনে ৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 36 হাজার 401 জন । সুস্থ হয়েছেন 39 হাজার 157 জন ৷ 149 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 64 হাজার 129 জন । করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 15 লাখ 25 হাজার 80 জন ৷
দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 33 হাজার 49 জন ৷ গত 24 ঘণ্টায় 56 লাখ 36 হাজার 336 টি টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে 56 কোটি 64 লাখ 88 হাজার 433 টি ৷
দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">