ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক সংক্রমণ 27 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় হাজার - Covid 19 Vaccine Update

করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে ৷ সঙ্গে ওমিক্রন ভ্য়ারিয়্যান্ট ৷ (India reports 27553 new covid cases in the last 24 hours)

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Jan 2, 2022, 10:06 AM IST

Updated : Jan 2, 2022, 10:36 AM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি : ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 27 হাজার 553 জন (India reports 27553 new covid cases in the last 24 hours) ৷ এর আগের দিন 22 হাজার 775 জন সংক্রামিত হয়েছিলেন ৷ 24 ঘণ্টায় সংক্রমণ বাড়ল প্রায় 5 হাজার ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 48 লক্ষ 89 হাজার 132 জন সংক্রামিত হলেন ৷

রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 284 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 406 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 81 হাজার 770 জন করোনা আক্রান্ত মারা গেলেন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, কলকাতায় একদিনে আক্রান্ত 2,398 জন

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 9 হাজার 249 জন ৷ এর আগের দিন 8 হাজার 949 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে মোট করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা 3 কোটি 42 লক্ষ 84 হাজার 561 ৷

145 কোটি ছাড়াল দেশে কোভিড-19 ভ্যাকসিনের ডোজের সংখ্যা ৷

Omicron Cases in India
ভারতে ওমিক্রন সংক্রমণ

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে ৷ সবমিলিয়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 1 হাজার 525 (Omicron case tally rises to 1,525), জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 431 ৷ এর মধ্যে 560 জন হয় সুস্থ হয়েছেন অথবা অন্য কোথাও চলে গিয়েছেন ৷

মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত 460 জন, এরপরে 351 জন দিল্লিতে এবং তৃতীয় স্থানে রয়েছে গুজরাত, 136 জন ৷ তামিলনাড়ু ও কেরালায় যথাক্রমে 117 এবং 109 জন ওমিক্রনে সংক্রামিত হয়েছেন ৷

নয়াদিল্লি, 2 জানুয়ারি : ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 27 হাজার 553 জন (India reports 27553 new covid cases in the last 24 hours) ৷ এর আগের দিন 22 হাজার 775 জন সংক্রামিত হয়েছিলেন ৷ 24 ঘণ্টায় সংক্রমণ বাড়ল প্রায় 5 হাজার ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 48 লক্ষ 89 হাজার 132 জন সংক্রামিত হলেন ৷

রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 284 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 406 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 81 হাজার 770 জন করোনা আক্রান্ত মারা গেলেন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, কলকাতায় একদিনে আক্রান্ত 2,398 জন

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 9 হাজার 249 জন ৷ এর আগের দিন 8 হাজার 949 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে মোট করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা 3 কোটি 42 লক্ষ 84 হাজার 561 ৷

145 কোটি ছাড়াল দেশে কোভিড-19 ভ্যাকসিনের ডোজের সংখ্যা ৷

Omicron Cases in India
ভারতে ওমিক্রন সংক্রমণ

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে ৷ সবমিলিয়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 1 হাজার 525 (Omicron case tally rises to 1,525), জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 431 ৷ এর মধ্যে 560 জন হয় সুস্থ হয়েছেন অথবা অন্য কোথাও চলে গিয়েছেন ৷

মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত 460 জন, এরপরে 351 জন দিল্লিতে এবং তৃতীয় স্থানে রয়েছে গুজরাত, 136 জন ৷ তামিলনাড়ু ও কেরালায় যথাক্রমে 117 এবং 109 জন ওমিক্রনে সংক্রামিত হয়েছেন ৷

Last Updated : Jan 2, 2022, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.