ETV Bharat / bharat

Corona in India : একদিনে 3 হাজার বেড়ে সংক্রমণ পৌঁছল 26 হাজারে - করোনা

কখনও কম তো কখনও বেশি ৷ এমনই ওঠা নামা করছে করোনা সংক্রমণের গ্রাফ ৷ আজ আবার বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 26 হাজার 727 জন ৷ আগের দিনে যা ছিল 23 হাজার 529 জন ৷

corona update
corona update
author img

By

Published : Oct 1, 2021, 10:06 AM IST

Updated : Oct 1, 2021, 10:49 AM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ একদিনে প্রায় তিন হাজার বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 26 হাজার 727 জন ৷ আগের দিন যা ছিল 23 হাজার 529 জন ৷ আজ সকালের বুলেটিনে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷

এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 37 লাখ 66 হাজার 707 ৷ কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 277 জনের ৷ আগের দিনে এই সংখ্যাটা ছিল 311 ৷

আরও পড়ুন : COVID Restrictions : 30 অক্টোবর পর্যন্ত বাড়ল করোনা বিধিনিষেধ, ঠাকুর দেখতে উঠল নাইট কার্ফু

কিছুটা কমেছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 28 হাজার 246 জন ৷ তার আগের দিন 28 হাজার 718 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 30 লাখ 43 হাজার 144 জন সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে মোট 4 লাখ 48 হাজার 339 জন রোগী মারা গিয়েছেন ৷ দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 2 লাখ 75 হাজার 224 জন ৷

তবে দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কেরালা ৷ বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 15 হাজার 914 জন রোগী নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ আগের দিন যা ছিল 12 হাজার 161 জন ৷ মারা গিয়েছেন 122 জন রোগী ৷ গত 24 ঘণ্টায় দেশে 64 লাখ 40 হাজার 451 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এ নিয়ে মোট 89 কোটি 2 লাখ 8 হাজার 7 জন কোভিড-19 ভ্যাকসিন পেলেন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 15 লাখ 20 হাজার 899টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 57 কোটি 4 লাখ 77 হাজার 338টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Malda Medical : করোনার তৃতীয় ঢেউের আশঙ্কা, ব্লকে ব্লকে শিশু চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি

নয়াদিল্লি, 1 অক্টোবর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ একদিনে প্রায় তিন হাজার বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 26 হাজার 727 জন ৷ আগের দিন যা ছিল 23 হাজার 529 জন ৷ আজ সকালের বুলেটিনে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷

এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 37 লাখ 66 হাজার 707 ৷ কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 277 জনের ৷ আগের দিনে এই সংখ্যাটা ছিল 311 ৷

আরও পড়ুন : COVID Restrictions : 30 অক্টোবর পর্যন্ত বাড়ল করোনা বিধিনিষেধ, ঠাকুর দেখতে উঠল নাইট কার্ফু

কিছুটা কমেছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 28 হাজার 246 জন ৷ তার আগের দিন 28 হাজার 718 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 30 লাখ 43 হাজার 144 জন সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে মোট 4 লাখ 48 হাজার 339 জন রোগী মারা গিয়েছেন ৷ দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 2 লাখ 75 হাজার 224 জন ৷

তবে দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কেরালা ৷ বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 15 হাজার 914 জন রোগী নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ আগের দিন যা ছিল 12 হাজার 161 জন ৷ মারা গিয়েছেন 122 জন রোগী ৷ গত 24 ঘণ্টায় দেশে 64 লাখ 40 হাজার 451 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এ নিয়ে মোট 89 কোটি 2 লাখ 8 হাজার 7 জন কোভিড-19 ভ্যাকসিন পেলেন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 15 লাখ 20 হাজার 899টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 57 কোটি 4 লাখ 77 হাজার 338টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Malda Medical : করোনার তৃতীয় ঢেউের আশঙ্কা, ব্লকে ব্লকে শিশু চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি

Last Updated : Oct 1, 2021, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.