নয়াদিল্লি, 26 এপ্রিল : দেশে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ তবে ব্যাপক বেড়েছে মৃতের সংখ্যা ৷ মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 483 জন (India reports 2483 new COVID19 cases in last 24 hours) ৷ সোমবার যা ছিল 2 হাজার 541 জন ৷ একদিনে দেশে মৃত্যু 30 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1 হাজার 399 জনে ৷
যদিও খানিক স্বস্তির খবর, রাজধানীতে কমেছে সংক্রমণের সংখ্যা । তবে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না-হলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷
দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 23 হাজার 622 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) কমে 15 হাজার 636 জন ৷ যা মোট সংক্রমণের 0.55 শতাংশ ৷ আগের দিন সক্রিয় রোগীর সংখ্যা ছিল 16 হাজার 522 জন ৷
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 970 জন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 23 হাজার 311 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার একই রয়েছে, 98.75 শতাংশ ৷ দেশে প্রায় 187 কোটি 95 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷
-
COVID-19 | India reports 2,483 fresh cases and 1,970 recoveries, in the last 24 hours. Active cases 15,636
— ANI (@ANI) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Daily positivity rate (0.55%) pic.twitter.com/BQlCsKd3pe
">COVID-19 | India reports 2,483 fresh cases and 1,970 recoveries, in the last 24 hours. Active cases 15,636
— ANI (@ANI) April 26, 2022
Daily positivity rate (0.55%) pic.twitter.com/BQlCsKd3peCOVID-19 | India reports 2,483 fresh cases and 1,970 recoveries, in the last 24 hours. Active cases 15,636
— ANI (@ANI) April 26, 2022
Daily positivity rate (0.55%) pic.twitter.com/BQlCsKd3pe
আরও পড়ুন : Romantic Bike Riding : চলন্ত বাইকে তুঙ্গে 'হেলমেটবিহীন' রোম্যান্স ! ভিডিয়ো ভাইরাল হতেই আটক যুবক