নয়াদিল্লি, 13 জানুয়ারি : মাত্র 24 ঘণ্টার ব্যবধানে দেশে নতুন করে করোনা সংক্রামিত হলেন 50 হাজারেরও বেশি মানুষ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 47 হাজার 417 জন (India reports 247417 fresh COVID cases in last 24 hours) ৷ যা গতকালের তুলনায় 27 শতাংশ বেশি ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 94 হাজার 720 ৷ এপর্যন্ত দেশে করোনা সংক্রামিত হলেন 3 কোটি 63 লক্ষ 17 হাজার 927 জন ৷
দৈনিক পজিটিভিটি রেট (Daily Positivity Rate) 11 শতাংশ থেকে বেড়ে 13.11 শতাংশ ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷
-
India reports 2,47,417 fresh COVID cases (27% higher than yesterday) and 84,825 recoveries in the last 24 hours
— ANI (@ANI) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Active case: 11,17,531
Daily positivity rate: 13.11%
Confirmed cases of Omicron: 5,488 pic.twitter.com/kSvYNqJHb2
">India reports 2,47,417 fresh COVID cases (27% higher than yesterday) and 84,825 recoveries in the last 24 hours
— ANI (@ANI) January 13, 2022
Active case: 11,17,531
Daily positivity rate: 13.11%
Confirmed cases of Omicron: 5,488 pic.twitter.com/kSvYNqJHb2India reports 2,47,417 fresh COVID cases (27% higher than yesterday) and 84,825 recoveries in the last 24 hours
— ANI (@ANI) January 13, 2022
Active case: 11,17,531
Daily positivity rate: 13.11%
Confirmed cases of Omicron: 5,488 pic.twitter.com/kSvYNqJHb2
আরও পড়ুন : Meeting with Cms : সংক্রমণ দু'লাখ ছোঁয়ার অপেক্ষায়, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 84 লক্ষ 825 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 60 হাজার 405 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 47 লক্ষ 15 হাজার 361 ৷ সুস্থতার হার 95.59 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 380 জন কোভিড আক্রান্ত ৷ এর আগের দিন 442 জনের মৃত্যু হয়েছিল ৷ তাই এখনও অবধি করোনায় 4 লক্ষ 85 হাজার 35 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷
দেশে মোট সক্রিয় রোগীর (Active case) সংখ্যা 11 লক্ষ 17 হাজার 531, যা মোট সংক্রমণের 3.08 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 69 কোটি 73 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ ডোজের সংখ্যা 153 কোটিরও বেশি পেরিয়েছে ৷
ওমিক্রন আক্রান্তের সংখ্যা 5 হাজার ছাড়িয়েছে ৷ দেশে এখন ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিতের সংখ্যা 5 হাজার 488 (Omicron Cases in India) ৷ এর আগের দিন এই সংখ্যাটাই ছিল 4 হাজার 868 ৷ মহারাষ্ট্রে 1 হাজার 367 জন, রাজস্থানে 792 জন, দিল্লিতে 549 জন, কেরালায় 486, কর্নাটকে 479 জন ওমিক্রনে সংক্রামিত ৷ মোট সংক্রামিতের মধ্যে 2 হাজার 162 জনকে হয় বাড়ি ছাড়া হয়েছে ৷
করোনা সংক্রমণে প্রথম থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গত 24 ঘণ্টায় 370 জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ 265 জন নিরাপত্তারক্ষী কোভিডে প্রাণ হারিয়েছেন ৷ শুধুমাত্র মুম্বইতেই 126 জনের (Mumbai Police Covid 19 Death) মৃত্যু হয়েছে ৷