নয়াদিল্লি, 7 অক্টোবর : একদিনে চার হাজার বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 22 হাজার 431 জন ৷ সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা কমে 2 লাখ 44 হাজার 198 জন ৷ আগের দিন যা ছিল 2 লাখ 46 হাজার 687 জন ৷ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 22 হাজার 431 জন ৷ তার আগের দিন এই সংখ্যা ছিল 18 হাজার 833 ৷ দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 318 জনের ৷ আগের দিন যা ছিল 278 জন ৷ দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 49 হাজার 856 ৷
সংক্রমণের নিরিখে কেরালা সবার উপরে ৷ গত 24 ঘণ্টায় দেশের 22 হাজার 431 জন আক্রান্তের মধ্যে 12 হাজার 616 জন কেরালার ৷ শেষ 24 ঘণ্টায় 134 জনের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 24 হাজার 602 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 3 কোটি 32 লাখ 258 জন সুস্থ হয়েছেন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 38 লাখ 94 হাজার 312 ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গত 24 ঘণ্টায় 43 লাখ 9 হাজার 525 টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 92 কোটি 63 লাখ 68 হাজার 608 টি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ৷
দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷
আরও পড়ুন : Corona in Bengal: পুজোর আগেই আশঙ্কা বাড়িয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ল মৃত্যুও