নয়াদিল্লি, 14 জুলাই: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 139 জন, বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বুধবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 16 হাজার 906 (India reports 20139 fresh COVID 19 cases in last 24 hours) ৷ 145 দিন পর এই সংখ্যায় পৌঁছল করোনা সংক্রমণ ৷ এক ধাক্কায় সংক্রমণ বাড়ল 3 হাজারেরও বেশি ৷ দেশে এ পর্যন্ত 4 কোটি 36 লক্ষ 89 হাজার 989 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 5.10 শতাংশে পৌঁছেছে, আগের দিন যা ছিল 3.68 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে (Active caseload) 1 লক্ষ 36 হাজার 76 হয়েছে, যা মোট সংক্রমণের 0.31 শতাংশ ৷
গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 45 জনের, আগের দিন করোনা সংক্রামিত হয়ে 20 জন মারা গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে 5 লক্ষ 25 হাজার 519 জনের ৷
-
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) July 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/W5g8q3JrvT pic.twitter.com/nkjzOAwmoo
">#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) July 14, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/W5g8q3JrvT pic.twitter.com/nkjzOAwmoo#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) July 14, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/W5g8q3JrvT pic.twitter.com/nkjzOAwmoo
আরও পড়ুন: রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত 4
তবে বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 16 হাজার 482 জন ৷ আগের দিন 15 হাজার 447 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.49 শতাংশ ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 30 লক্ষ 28 হাজার 356 জন ৷ এখনও পর্যন্ত 199 কোটি 27 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷
গতকাল বিকেলের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে 2 হাজার 575, কেরলে 3 হাজার 545, তামিলনাড়ুতে 2 হাজার
269, পশ্চিমবঙ্গে 2 হাজার 979 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কেরলে করোনায় মারা গিয়েছেন 16 জন, মহারাষ্ট্রে 10 জন ৷