ETV Bharat / bharat

Corona Update in India: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজের সূচনা, দৈনিক করোনা-আক্রান্ত 20 হাজারেই - প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজের সূচনা

দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখীই রয়েছে ৷ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনায় সংক্রামিত হয়েছেন 20 হাজারেরও বেশি মানুষ (Corona Update in India) ৷ শুক্রবার থেকেই শুরু হল 18-59 বছর বয়সিদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ
author img

By

Published : Jul 15, 2022, 9:56 AM IST

Updated : Jul 15, 2022, 10:19 AM IST

নয়াদিল্লি, 15 জুলাই: শুক্রবার থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ এ নিয়ে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি লিখেছেন, "স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে বিনামূল্যে কোভিড-19 প্রিকশন ডোজ ড্রাইভের সূচনা হল ৷ আগামী 75 দিন (AzadiKaAmritMahotsav celebrations) ধরে সব প্রাপ্তবয়স্কদের এই প্রিকশন ডোজ (COVID-19 Precaution Dose drive) দেওয়া হবে ৷ যাঁরা এই টিকা নেওয়ার যোগ্য, তাঁদের অনুরোধ করব এই টিকা নিয়ে নিতে ৷ নরেন্দ্র মোদির সরকার সুস্বাস্থ্য এবং সুরক্ষিত ভারত গড়তে দায়বদ্ধ ৷"

  • As part of #AzadiKaAmritMahotsav celebrations, free COVID-19 Precaution Dose drive for all adults for the next 75 days has commenced. I urge all eligibles to get their Precaution Dose.

    PM @NarendraModi Ji's Govt is committed to creating a Healthy & Safe India.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণে খুব একটা কিছু পরিবর্তন হয়নি ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 38 জন, শুক্রবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বৃহস্পতিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 20 হাজার 139 জন (India reports 20,038 fresh COVID 19 cases in last 24 hours) ৷ 145 দিন পর এই সংখ্যায় পৌঁছেছিল করোনা সংক্রমণ ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার আগে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) কিছুটা কমে 4.44 শতাংশ, আগে ছিল 5.10 ৷ সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে (Active caseload) 1 লক্ষ 39 হাজার 73 জন, যা মোট সংক্রমণের 0.32 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 47 জনের ৷ আগের দিন করোনায় প্রাণ হারিয়েছিলেন 45 জন ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন 5 লক্ষ 25 হাজার 604 জন ৷

24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 16 হাজার 994 জন ৷ গতকালের রিপোর্টে সংখ্যাটা ছিল 16 হাজার 482 ৷ সুস্থতার হার 98.49 শতাংশই রয়েছে ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 30 লক্ষ 45 হাজার 350 জন ৷ এখনও পর্যন্ত 199 কোটি 47 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷

নয়াদিল্লি, 15 জুলাই: শুক্রবার থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ এ নিয়ে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি লিখেছেন, "স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে বিনামূল্যে কোভিড-19 প্রিকশন ডোজ ড্রাইভের সূচনা হল ৷ আগামী 75 দিন (AzadiKaAmritMahotsav celebrations) ধরে সব প্রাপ্তবয়স্কদের এই প্রিকশন ডোজ (COVID-19 Precaution Dose drive) দেওয়া হবে ৷ যাঁরা এই টিকা নেওয়ার যোগ্য, তাঁদের অনুরোধ করব এই টিকা নিয়ে নিতে ৷ নরেন্দ্র মোদির সরকার সুস্বাস্থ্য এবং সুরক্ষিত ভারত গড়তে দায়বদ্ধ ৷"

  • As part of #AzadiKaAmritMahotsav celebrations, free COVID-19 Precaution Dose drive for all adults for the next 75 days has commenced. I urge all eligibles to get their Precaution Dose.

    PM @NarendraModi Ji's Govt is committed to creating a Healthy & Safe India.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণে খুব একটা কিছু পরিবর্তন হয়নি ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 38 জন, শুক্রবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বৃহস্পতিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 20 হাজার 139 জন (India reports 20,038 fresh COVID 19 cases in last 24 hours) ৷ 145 দিন পর এই সংখ্যায় পৌঁছেছিল করোনা সংক্রমণ ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার আগে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) কিছুটা কমে 4.44 শতাংশ, আগে ছিল 5.10 ৷ সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে (Active caseload) 1 লক্ষ 39 হাজার 73 জন, যা মোট সংক্রমণের 0.32 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 47 জনের ৷ আগের দিন করোনায় প্রাণ হারিয়েছিলেন 45 জন ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন 5 লক্ষ 25 হাজার 604 জন ৷

24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 16 হাজার 994 জন ৷ গতকালের রিপোর্টে সংখ্যাটা ছিল 16 হাজার 482 ৷ সুস্থতার হার 98.49 শতাংশই রয়েছে ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 30 লক্ষ 45 হাজার 350 জন ৷ এখনও পর্যন্ত 199 কোটি 47 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷

Last Updated : Jul 15, 2022, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.