ETV Bharat / bharat

বছরের প্রথম দিনে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের নিচে - corona update india

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 224 জনের মৃত্যু হয়েছে ।

corona
corona
author img

By

Published : Jan 2, 2021, 12:02 PM IST

দিল্লি, 2 জানুয়ারি : বছরের প্রথম দিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল কুড়ি হাজারের নিচে । গত 24 ঘণ্টায় নতুন করে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 78 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 20 হাজার 36 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি 3 লাখ 5 হাজার 788 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 224 জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা মোট 1 লাখ 49 হাজার 218 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 256 জনের । গত 24 ঘণ্টায় 22 হাজার 926 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 99 লাখ 6 হাজার 387 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 50 হাজার 183 ।

আরও পড়ুন : ব্রিটেনে এক হাজার প্রশিক্ষিত নার্স পাঠাচ্ছে কর্নাটক সরকার

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্তের সংখ্যা 19 লাখ 35 হাজার 636 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 32 হাজার 825 জন । দ্বিতীয় স্থানে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 20 হাজার 373 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 97 হাজার 200 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 82 হাজার 612 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 72 হাজার 266 জন ।

দিল্লি, 2 জানুয়ারি : বছরের প্রথম দিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল কুড়ি হাজারের নিচে । গত 24 ঘণ্টায় নতুন করে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 78 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 20 হাজার 36 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি 3 লাখ 5 হাজার 788 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 224 জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা মোট 1 লাখ 49 হাজার 218 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 256 জনের । গত 24 ঘণ্টায় 22 হাজার 926 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 99 লাখ 6 হাজার 387 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 50 হাজার 183 ।

আরও পড়ুন : ব্রিটেনে এক হাজার প্রশিক্ষিত নার্স পাঠাচ্ছে কর্নাটক সরকার

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্তের সংখ্যা 19 লাখ 35 হাজার 636 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 32 হাজার 825 জন । দ্বিতীয় স্থানে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 20 হাজার 373 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 97 হাজার 200 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 82 হাজার 612 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 72 হাজার 266 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.